মুফতি মনির হোসেন কাশেমী নারায়ণগঞ্জ -৪ আসনে নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলই হবে তার প্রথম যুদ্ধ।
একসময় দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে মরহুমা বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে মুফতি মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়ে মাঠে পাঠিয়েছিলেন।
এবারও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী হিসেবে মুফতি মনির হোসাইন কাসেমীকে আমাদের মাঝে পাঠিয়েছেন।
আইনি জটিলতার কারণে এবার তাকে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। খেজুর গাছে ভোট দেওয়া মানেই ধানের শীষে ভোট দেওয়া।
শনিবার (২৪ জানুয়ারী ) রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ফতুল্লা চৌধুরী বাড়ী নিহাদ চৌধুরীর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মুফতি মনির হোসেন কাশেমীকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল চৌধুরী, সোহাগ চৌধুরী, হযরত আলী, ইকবাল চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।




















