গলাচিপার অভয়রান্যে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকার

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

সঞ্জিব দাস, গলাচিপা:- গলাচিপায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু জেলেরা উপজেলার তেতুলিয়া নদীর অংশে ইলিশের অভায়রান্যে জাটকা ইলিশ শিকার করছে। এতে একদিকে ক্ষতি হচ্ছে ইলিশের অপর দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। এদিকে সংশ্লিষ্ট উপজেলা মৎস অফিসের জনবলসহ বিভিন্ন সমস্যার কারণে ব্যাপক প্রচার ও অভিযানে ঘাটতি থাকায় সুযোগ নিচ্ছে অসাধু জেলেরা। সরেজমিনে গলাচিপার পানপট্টি-বদনাতলী ঘাটে গিয়ে এসব তথ্য জানাগেছে।

 

সংশ্লিষ্ট মৎস্য অফিস থেকে জানাগেছে, বাংলাদেশ সরকারের ইলিশ রক্ষার জন্য যেসকল অভয়রান্য রয়েছে তার মধ্যে ভোলার তেতুলিয়া নদীর একশ কিলোমিটার এলাকা যা রাঙ্গাবালীর চররুস্তুম হয়ে গলাচিপা পানপট্টির পূর্বদিকে এবং চরকাজল ও চারবিশ্বাস এলাকা পর্যন্ত বিস্তৃত। কিন্তু এসব এলাকার জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে দেদারসে জাটকা ইলিশ শিকারে ব্যস্ত রয়েছেন। রাঙ্গাবালীর বড়বাইশদিয়া এলাকার জেলে মো. নজরুল ইসলাম গত তিনদিন ধরে গলাচিপার তেতুলিয়া নদীর মোহনায় কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকার করছেন। শুক্রবার বেলা ১১টার দিকে আবারও চরবিশ্বাস এলাকার দিকে তেতুলিয়া নদীতে কারেন্ট জাল দিয়ে জাটাকা ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘এ নদীতে এখন জাটকা ইলিশ ধরা পড়ে বেশি। এ জন্য জাল নিয়ে এ নদীতে এসেছি।

 

প্রশাসনের লোকজন আমাদের ধরে তখন “তদবির” করে লোকজন ছাড়াইয়া রাহি (রাখি)। ভাল অফিসার অইলে (হলে) ছাইররা (ছেড়ে) দিয়া যায়-নাহলে চালান করাইরা দেয়।’ উপজেলার পানপট্টি এলাকার জেলে বাচ্চু গাজী বলেন, ‘আড়ৎ থেকে দাদন আনা। টাহা (টাকা) পরিশোধ করতে অইবে (হবে)। বাধ্য অইয়াই বেশি মাছ যেহানে পাই হেই জাগায়ই জাল হালাই।’চরবিশ্বাসের চর মায়ার জেলে মো. আল আমিন মাঝি বলেন, ‘আমি সকালে চরবিশ্বাস এলাকার আমগাছিয়া স্লুইস গেটে আছি কিন্তু কোন মাইকিং বা প্রচারের কথা এখনো শুনতে পাইনি।

 

’ এদিকে এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত গলাচিপা উপজেলা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘ইলিশের অভয়রান্য হিসেবে চররুস্তুম এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার ও ম্যাগাফোন দিয়ে মাইকিং করেছি। শুক্রবার সকালেও অভিযান করে কারেন্ট জাল জব্দ করেছি। দু’মাস অভিযান অব্যাহত থাকবে।’ জাটকা ইলিশ সংরক্ষণের বিষয় জানতে চাইলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ইলশের অভয়রান্য এলাকায় জাল ফেলতে দেওয়া হবে না। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মৎস্য অফিসের সাথে সমন্বয় করে বিশেষ অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

’ ইলিশের অভয়রান্য প্রসঙ্গে ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান এন্ড একোয়াকালচার অনুষদএর প্রভাষক মীর মোহাম্মদ আলী বলেন, ‘ বাংলাদেশ সরকারের ইলিশ রক্ষার জন্য যে ছয়টি অভয়রান্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তেতুলিয়া নদীর একশ কিলোমিটার এলাকা। এটি ভোলার ভেদুরিয়া থেকে রাঙ্গাবালীর চররুস্তুম গলাচিপার পানপট্টির পূর্বদিকের চরকাজল ও চরবিশ্বাস এলকার নদী। এই অভয়রান্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল তারিখ পর্যন্ত কোন ধরণের মাছ শিকার বা আহরণ নিষিদ্ধ। মূলত রক্ষার জন্য অভয়রান্যগুলোতে অবরোধ দেওয়া হয়। এর কার্যক্রমের অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট, সাইনবোর্ড, সভা-সেমিনার করার ব্যবস্থা করা হয়। এ কাজগুলো যথাযথভাবে পালন করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করি।’

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

» ফতুল্লায় “মডেল রিপোর্টার্স ক্লাব”এর আহবায়ক কমিটি ঘোষনা

» তীব্র গরমে ফতুল্লায় ৩য় দিনেও উন্মুক্ত শরবত বিতরনে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন

» নারায়ণগঞ্জে অসহনীয় তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

» শেরপুরে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন গ্রেপ্তার

» ইষ্টার্ণ হাউজিংয়ে সাংবাদিকদের উপর হামলা

» শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার

» অসহনীয় তীব্র গরমে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী আয়োজন

» ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শার্শায় তিন পদে ১১ প্রার্থীর মনোনয়ন জমা

» শার্শা সীমান্তে ৬টি সোনারবার উদ্ধার, আটক ১

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপার অভয়রান্যে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকার

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

সঞ্জিব দাস, গলাচিপা:- গলাচিপায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু জেলেরা উপজেলার তেতুলিয়া নদীর অংশে ইলিশের অভায়রান্যে জাটকা ইলিশ শিকার করছে। এতে একদিকে ক্ষতি হচ্ছে ইলিশের অপর দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। এদিকে সংশ্লিষ্ট উপজেলা মৎস অফিসের জনবলসহ বিভিন্ন সমস্যার কারণে ব্যাপক প্রচার ও অভিযানে ঘাটতি থাকায় সুযোগ নিচ্ছে অসাধু জেলেরা। সরেজমিনে গলাচিপার পানপট্টি-বদনাতলী ঘাটে গিয়ে এসব তথ্য জানাগেছে।

 

সংশ্লিষ্ট মৎস্য অফিস থেকে জানাগেছে, বাংলাদেশ সরকারের ইলিশ রক্ষার জন্য যেসকল অভয়রান্য রয়েছে তার মধ্যে ভোলার তেতুলিয়া নদীর একশ কিলোমিটার এলাকা যা রাঙ্গাবালীর চররুস্তুম হয়ে গলাচিপা পানপট্টির পূর্বদিকে এবং চরকাজল ও চারবিশ্বাস এলাকা পর্যন্ত বিস্তৃত। কিন্তু এসব এলাকার জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে দেদারসে জাটকা ইলিশ শিকারে ব্যস্ত রয়েছেন। রাঙ্গাবালীর বড়বাইশদিয়া এলাকার জেলে মো. নজরুল ইসলাম গত তিনদিন ধরে গলাচিপার তেতুলিয়া নদীর মোহনায় কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকার করছেন। শুক্রবার বেলা ১১টার দিকে আবারও চরবিশ্বাস এলাকার দিকে তেতুলিয়া নদীতে কারেন্ট জাল দিয়ে জাটাকা ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘এ নদীতে এখন জাটকা ইলিশ ধরা পড়ে বেশি। এ জন্য জাল নিয়ে এ নদীতে এসেছি।

 

প্রশাসনের লোকজন আমাদের ধরে তখন “তদবির” করে লোকজন ছাড়াইয়া রাহি (রাখি)। ভাল অফিসার অইলে (হলে) ছাইররা (ছেড়ে) দিয়া যায়-নাহলে চালান করাইরা দেয়।’ উপজেলার পানপট্টি এলাকার জেলে বাচ্চু গাজী বলেন, ‘আড়ৎ থেকে দাদন আনা। টাহা (টাকা) পরিশোধ করতে অইবে (হবে)। বাধ্য অইয়াই বেশি মাছ যেহানে পাই হেই জাগায়ই জাল হালাই।’চরবিশ্বাসের চর মায়ার জেলে মো. আল আমিন মাঝি বলেন, ‘আমি সকালে চরবিশ্বাস এলাকার আমগাছিয়া স্লুইস গেটে আছি কিন্তু কোন মাইকিং বা প্রচারের কথা এখনো শুনতে পাইনি।

 

’ এদিকে এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত গলাচিপা উপজেলা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘ইলিশের অভয়রান্য হিসেবে চররুস্তুম এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার ও ম্যাগাফোন দিয়ে মাইকিং করেছি। শুক্রবার সকালেও অভিযান করে কারেন্ট জাল জব্দ করেছি। দু’মাস অভিযান অব্যাহত থাকবে।’ জাটকা ইলিশ সংরক্ষণের বিষয় জানতে চাইলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ইলশের অভয়রান্য এলাকায় জাল ফেলতে দেওয়া হবে না। সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মৎস্য অফিসের সাথে সমন্বয় করে বিশেষ অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

’ ইলিশের অভয়রান্য প্রসঙ্গে ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান এন্ড একোয়াকালচার অনুষদএর প্রভাষক মীর মোহাম্মদ আলী বলেন, ‘ বাংলাদেশ সরকারের ইলিশ রক্ষার জন্য যে ছয়টি অভয়রান্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তেতুলিয়া নদীর একশ কিলোমিটার এলাকা। এটি ভোলার ভেদুরিয়া থেকে রাঙ্গাবালীর চররুস্তুম গলাচিপার পানপট্টির পূর্বদিকের চরকাজল ও চরবিশ্বাস এলকার নদী। এই অভয়রান্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল তারিখ পর্যন্ত কোন ধরণের মাছ শিকার বা আহরণ নিষিদ্ধ। মূলত রক্ষার জন্য অভয়রান্যগুলোতে অবরোধ দেওয়া হয়। এর কার্যক্রমের অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট, সাইনবোর্ড, সভা-সেমিনার করার ব্যবস্থা করা হয়। এ কাজগুলো যথাযথভাবে পালন করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করি।’

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD