স্টাফ রিপোর্টারঃ- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই বলেছেন, ‘৩১শে মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারও আমাদের প্রমাণ করতে হবে সোনারগাঁয়ের মাটি সর্বদা নৌকার ঘাটি। তিনি আরও বলেন, আমরা সবাই নৌকার কর্মী এবং নৌকাকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ। জননেত্রী শেখ হাসিনা সোনারগাঁয়ের নেতা-কর্মীদের ভুলেননি তাই এ নির্বাচনে তিনি নৌকার প্রার্থী দিয়েছেন। নির্বাচনটি একটি অবাধ ও নিরপেক্ষ হবে বলে আমাদের প্রত্যাশা। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নেত্রীকে নৌকার বিজয় উপহার দিতে চাই’। সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনকে বিজয়ী করতে কাঁচপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সবুর খাঁনের সভাপতিত্বে কাঁচপুরের বিসিক শিল্পনগরীতে সোমবার দুপুরে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল হাই এসব কথা বলেন। এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী নূরে আলম খাঁন এবং সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটনের সার্বিক তত্বাবধানে ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাজী রাসেল মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গির হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাস্টার উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় সোনারগাঁও উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সুলতান খাঁন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নু, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মাহাবুব খাঁন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আমান খাঁন, মতিন খাঁন, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এডভোকেট নূরজাহান, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী মান্নান মিয়া, সাধারণ সম্পাদক হাজী ইসহাক মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন ও আরিফ আহম্মেদ, সহ-সভাপতি মতিউর রহমান, আরমান আহম্মেদ মেরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মাসুম, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গির হোসেন, হাজী জামান, আতাউর রহমান কাজল সাউদ, মোখলেছ, শফিক, এরশাদ ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান মাসুম, এরশাদ, সেলিম, বোরহান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন।