সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান চালিয়ে ১২ শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান চালানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী দুপুর ১২ টায় উপজেলার গহিনখালী সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে বিভিন্ন যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ১২ শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরে বিকেলে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের রাঙ্গাবালী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল আলীম ও উপজেলা মৎস্য বিভাগের সহকারী মনিরুল ইসলাম বলেন, জাটকা পরিবহণের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় আটক করা যায়নি।।