ফতুল্লায় ধর্ষণের ঘটনা ধামা চাপা দিতে ধর্ষকের সাথে ১৪ বছরের কিশোরীকে বাল্যেবিয়ের দেয়ার অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার এ ঘটনায় ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং বাল্য বিবাহ আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকসহ ছয়জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ধর্ষক নাসির মিয়া (২৫), কাজির সহকারী ফিরোজ আলম (৪৫), খোরশেদ আলম (৪৫), আনোয়ার হোসেন (৪৫), মনির হোসেন (৪৬) ও আরিফুর রহমান (৩৫)।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ এপ্রিল) দুপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করেন একই বাড়ির ভাড়াটিয়া নাসির মিয়া নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি ধামাচাপা দিতে ওই ধর্ষকের সাথে বিয়ের জন্য কিশোরীর পরিবারকে চাপ দেন।
এরপর গতকাল রাতেই স্থানীয় কাজির সহকারী ফিরোজ আলমকে ডেকে এনে ওই কিশোরীর সঙ্গে নাসিরের জোড়পূর্বক বিয়ে দিয়ে দেয়া হয়। বিষয়টি এলাকার লোকজন জানতে পেরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর মজিবুর রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা দায়ের করেছে। ধর্ষকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধর্ষক কিশোরীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।