পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আসে।
যদিও তখন প্রধানমন্ত্রী ইমরান খান ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। সোমবার (৮ এপ্রিল) কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আগুনের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় দুপুরে কার্যালয়ের তৃতীয় তলায় একটি বাথরুম থেকে এই আগুনের সূত্রপাত। তবে কর্মীরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘বাথরুমের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে অফিসে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা এবং ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত তৎপরতা গ্রহণে দ্রুতই এই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
কার্যালয়ে এ মুখপাত্র আরও বলেন, ‘বর্তমানে দপ্তরের সবাই সুস্থ আছেন। অগ্নিকাণ্ডের সময় প্রধানমন্ত্রীসহ ভবনের সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।’
মন্ত্রণালয় সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সে সময় ভবনের ভেতরেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও এই আগুনের খবর পাওয়ার পরও তিনি সেই বৈঠক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি বলেছিলেন, ‘প্রথমে আমার সব কর্মী এই ভবনটি ত্যাগ করবেন। পরে সবার শেষে আমি এই ভবন ত্যাগ করব।’