টাকা আত্মসাতের পর গুমের অভিযোগে মহিউদ্দীন বুলু (৪৩) নামে এক আদম ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব ১১)। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গয়াছিয়া এলাকার বাসীন্দা।
র্যাব জানায়, নাজমা বেগম ও মাজেদ আলী দম্পতিকে বিদেশে পাঠানোর কথা বলে পাবনা থেকে নারায়ণগঞ্জ এনে, ফতুল্লার টাগারপাড়ে বাসা ভাড়া করে থাকার ব্যবস্থা করে দেন আদম ব্যবসায়ী বুলু।
ইমিগ্রেশন, পাসর্পোট, ভিসাসহ বিভিন্ন প্রোসেস এর কথা বলে দু’লক্ষ টাকা হাতিয়ে নেয় বুলু। কিন্তু টাকা নেওয়ার পরও বিদেশ পাঠানো নিয়ে টালবাহানা করছিল বুলু।
সবশেষ গত ১০ মার্চ মাজেদ আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর, রাতে বুলু ফিরলেও মাজেদ আলী আর ফিরে নি! বিষয়টি জানাজানি হয়ে গেলে বুলু কৌশলে পালিয়ে যায়।
এরপর, মাজেদ আলীর স্ত্রী নাজমা বেগম ১২ মার্চ ফতুল্লা থানায় জিডি করে (জিডি নং-৬৩৪) এবং ১৩ মার্চ র্যাবকেও একটি অভিযোগ দেয়। পরে র্যাব বিষটি জানার পর র্যাব ১১ একটি গোয়েন্দা দল এর মাধ্যমে বুলুকে আটককের চেষ্টা চালায়।
সর্বশেষ ৮ এপ্রিল রাত ১২টা ৩০ মিনিট ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকা থেকে বুলুকে আটক করে র্যাব। এবং গুমের সাথে জরীত বুলুর সহযোগীদের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে গ্রেফতারের প্রকৃয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত মহিউদ্দীন বুলু বিরুদ্ধে ফতুল্লা থানায় আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।