ফতুল্লা দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় একটি বিদ্যুতের খুটি মরিচা পড়ে ভেঙ্গে হেলে পড়া থাকায় যে কোন সময় মারাত্নক দুর্ঘটনার আশংকার রয়েছেন এলাকাবাসী। একাধিকবার এন ও সি এস ফতুল্লা ডিপিডিসি অফিসে অভিযোগ জানালেও তারা কোন ব্যবস্থা নেন নাই। এ খুটির সাথে প্রায় ২০ টি বাড়ির বিদ্যুৎ সংযোগ রয়েছে। তার পাশেই রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইন এর সাথেই রয়েছে ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন। তাই এ খুটি ভেঙ্গে পড়লে বড় ধরনের ভয়াবহ অগ্নিকান্ডের আশংকা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, এই বিদ্যুতের খুটির মাধ্যমে রেললাইনের পশ্চিম পাশে প্রায় ২০ বাড়ি ঘরের লাইন সংযোগ দেওয়া হয়েছে। ১০ দিন ধরে ঝড়ের বাতাসে খুটি হেলে পড়ে শুধু তারের উপর রয়েছে। আমরা এন ও সি এস ফতুল্লা ডিপিডিসি অফিসে অভিযোগ করলে ও তারা কোন ব্যবস্থা নিতে আসেনি। বিদ্যুতের খুটিটি পড়ে গেলে ট্রেন লাইন উপড়ে পরে বড় ধরনের মারাত্নক দুর্ঘটনা ঘটতে পাড়ে। আমরা এন ও সি এস ফতুল্লা ডিপিডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনউদ্দিন সাহেব কেও জানিয়েছি তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়ে ৪ দিন হয়ে গেছে এখনো কোন ব্যবস্থা নেননাই এবং কন্টোল রুমের দায়েত্বে থাকা রেদোয়ানকে জানিয়েছিলাম।
এ ব্যপারে এন ও সি এস ফতুল্লা ডিপিডিসি নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দিন আহম্মেদ জানান, আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও তিনি অত্র প্রতিবেদকের সাথে মুঠোফোনের মাধ্যমে উক্তস্থানে দ্বায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন।