নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা হলরুমে কমিটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার বেলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ গফফার হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, পিআইও আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।
ইউএনও নাহিদা বারিক বলেন,সরকার দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করার লক্ষ্য নিয়ে নানাবিধ উন্নয়নমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের উন্নয়নমুলক কাজ সঠিক সময়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এজন্য প্রতিটি দপ্তরকে রুটিন মাফিক কাজ করে যেতে। এজন্য জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে যেতে হবে। এখন থেকে প্রতিমাসে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা হবে বলে আশ্বাস দেন।