সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী:- পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব পানি দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ সুহৃদ সালেহীন, এল.জি.ই.ডি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, বি.আর.ডি.বি কর্মকর্তা আবু বকর শিবলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমির কুমার রায়, মৎস কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।