আবারো ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.কামরুল হাসান ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হলেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম) এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স মিটিংয়ে তিনি এ সম্মাননায় ভূষিত হন।
মাদক, সন্ত্রাস, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ নিয়ন্ত্রণে সাহসিকতা এবং কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে একাগ্রভাবে কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পান এসআই কামরুল।
অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম), ডিআইজি আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ বিপিএম (বার) পিপিএম (বার) এর কাছ থেকে তিনি ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।