নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডি প্রকল্পের আওতায় দুস্থদের মাঝে সরকার কর্তৃক পরিবারপিছু ৩০ কেজি পরিমান চাউল বিতরন করা হয়। মঙ্গলবার ( ১৬ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এ কার্যক্রম উদ্ভোধন করেন।
এ সময় আগতদের উদ্দেশ্যে ইউএনও নাহিদা বারিক বলেন, দেশের হতদরিদ্র পরিবারের মাঝেই সরকার এ চাউল বিতরন করছে। আপনারা যারা এ তালিকায় অর্ন্তভুক্ত রয়েছেন তারাই এটা পাবেন। যদি কেউ এ চাউল সংগ্রহ করে অন্যত্র বিক্রি করেন,তাহলে ভবিষ্যতে আপনাদেরকে আর দেয়া হবেনা এবং তালিকা থেকে আপনাদের নাম কেটে দেয়া হবে। তিনি আগত মহিলাদের উদ্দেশ্যে বলেন, অচিরেই এ ইউনিয়নের আপনারা যারা মা রয়েছেন তাদের স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা ব্যবস্থা করা হবে। বিশেষ করে গাইনি,প্রেসার মাপা ও রক্ত পরীক্ষা।
এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ লুৎফর রহমান স্বপন,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা ফাতেমা ফেরদৌসি,৫ নং ওয়ার্ড মেম্বার আবদুল মালেক প্রধান,৬ নং ওয়ার্ড মেম্বার মো.আলী আকবর,৭ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম,৪.৫.৬ নং মহিলা মেম্বার সালমা বেগম,ইউপি সচিব রায়হান ভুইয়া কাজল প্রমুখ।
ইউপির ৯টি ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়।