এনায়েত নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাসাবাড়ির আর্বজনা পরিস্কারের জন্য নারী কল্যান সংস্থার উদ্যোগে ৭ টি ময়লার ভ্যান গাড়ী প্রদান করা হয়েছে। মঙলবার (১৬মার্চ) দুপুর ২টায় বৃহত্তর মাসদাইর এলাকার শোভন গার্মেন্টস সংলগ্ন গুলশান ভিলার সামনে ময়লার ভ্যান গাড়ী প্রদান অনুষ্ঠানটি উদ্ভোধন করেন এনায়েতনগর চেয়ারম্যান আসাদুজ্জামান।
অনুষ্ঠানে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বলেন, জনগনকে পর্যাপ্ত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। আমরা চাই প্রতিটি বাসাবাড়ির ময়লাগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্টস্থানে ফেলানো হোক এবং সমাজের প্রতিটি মানুষই নিরাপদে বসবাস করুক। নারী কল্যান সংস্থার উদ্দ্যেগে আজ মাত্র ৭টি ভ্যান বিতরন করা হলো এবং পর্যায়ত্রমে তা এনায়েনগরের প্রতিটি ওয়ার্ডেই ব্যবস্থা করা হবে।
নারী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাহিমা আক্তার লিজা বলেন,আমাদের নারী কল্যানের উদ্যোগে এই ৭টি ভ্যান মাসদাইরের ৯নং ওয়ার্ডের গৃহস্থালি ময়লা নেবার জন্য দেওয়া হয়েছে। যাতে করে মাসদাইর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এলাকাবাসী যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে। বাড়ী প্রতি ৫০ টাকা করে মাসিক চাঁদা নেওয়া হবে। এখন আমরা ৯নং ওয়ার্ডের ময়লা নেবার জন্য ৭টি গাড়ী প্রদান করেছি।আমরা ৭,৮ এমন করে সব গুলো ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে ময়লা আবর্জনা নেবার জন্য ময়লার গাড়ীর ব্যবস্থা করে দিবো। এলাকাবাসী সুস্থ ও সুন্দর পরিবেশে যাতে বাস করতে পারে এটাই আমাদের চাওয়া।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন নারী কল্যান সংস্থার উপদেষ্টা ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু,নারী কল্যান সংস্থার সদস্য মেঘলা আক্তার পান্না,ডালিয়া আক্তার,এনায়েতনগরের ৮নং ওয়ার্ডে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান,এনায়েতনগরের ৭নং ওয়ার্ডে মেম্বার আলহাজ্ব জাকারিয়া জাকির,ডা.নজরুল ইসলাম,রোটারিয়ান মিজানুর রহমান খোকনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।