নিজস্ব সংবাদদাতা : পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে গত ২৩ মে রাত ৯টায় মোবাইল ফোনে নাহিদুর রহমান বিমাল কে গালিগালাজ করেছে ফতুল্লার কুতুবপুরের শাহী বাজার এলাকায় মুরাদ । এ ঘটনায় বিমাল ফতুল্লা মডেল থানায় মুরাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা জেলার ওয়ারী থানাধীন লালমোহন স্টীল সিলর্সে ব্যবসা করছে ওয়াহিদুর রহমানের ছেলে নাহিদুর রহমান বিমাল । সে ফতুল্লার কুতুবপুরের শাহী বাজার এলাকার চাঁসমিয়ার ছেলে মো. মুরাদের সাথে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে। এ সুবাদে দু‘জনের মধ্যে ভাল সম্পর্ক সৃষ্টি হয়। একপর্যায় এই ব্যবসায়ীক ব্যাপারে দু‘জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত ২৩ মে রাত ৯টায় ব্যবসায়ী বিমালের ফোনে ০১৮২৭৮৭৩১০ নম্বরে মুরাদে ০১৯৩৭৩৮০৮০৫ নম্বর দিয়ে ফোন করে অশ্লীল ভাষায় গাল মন্দ ও ভয়ভীতি হুমকী দেয়।
এ ব্যাপারে পুলিশ বলছেন, তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।