কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:- বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিার সকালে উপজেলা যুবলীগ ও শহর যুবলীগের আয়োজনে আনন্দঘন পরিবেশে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

SAMSUNG CAMERA PICTURES
উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সৈয়দ জাকির হোসেন, সৈয়দ মো.রিমু, শহর যুবলীগের সাধারন সম্পাদক তারেকুজ্জামান, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক খাইরুল হাসনাত খালিদসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার মৎস্য বন্দর মহিপুর থানা যুবলীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। থানা যুবলীগের আহব্বায়ক এ.এম মিজানুর রহমান বুলেটের নেতৃত্ত্বে যুবলীগের সকল নেতাকর্মীরা এতে অংশ গ্রহন করে।