উজ্জীবিত বাংলাদেশ:- ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোড়ালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এমন স্লোগানকে সামনে রেখে ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণে পটুয়াখালীর কুয়াকাটায় উপকূল দিবস পালন করা হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভার মাধ্যমে সোমবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাব এ দিবসটি পালন করেছে। এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগেও দিবসটি আলাদাভাবে পালন করা হয়েছে। ১২ নভেম্বর দিনটিকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অনন্ত মুখার্জীর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আঃ কুদ্দুস মাহমুদ, সহ-সভাপতি শেখ ইসাহাক আলী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
এর আগে কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। ২০১৭ সাল থেকে উপকূলের জেলা ও উপজেলা পর্যায়ে এ দিবসটি পালন করা হচ্ছে। এর উদ্যোগ নিয়েছে উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। উদ্যোক্তা প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিষ্ট ফোরাম অফ বাংলাদেশ (সিজেএফবি), নির্ঝর এন্টারপ্রাইজ এবং আলোকযাত্রা দলের সহায়তায় এ দিবসটি পালন করা হয়েছে।