বিশেষ প্রতিনিধি:- তিন বৎসরের প্রেমের বলি হলো সোনালী আক্তার (১৬)। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেওভোগ নূর মসজিদ এলাকায় ইসহাক মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গত শুক্রবার(৭ফেব্রুয়ারী) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
নিহত সোনালী আক্তারের বড় বোন সুফিয়া জানান,গত প্রায় তিন বৎসর পূর্বে বিসিক শিল্প এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতো সোনালী আক্তার। একই গার্মেন্টসেকাজ করতো গাইবান্দা জেলার পলাশবাড়ি থানার মুন্সিপাড়া কাজির বাজার এলাকার হাফিজুর রহমানের ছেলে রতন গোলাম(১৭)। সেই সুবাদে রতনের সাথে সোনালীর পরিচয়। পরিচয়ের মাধ্যমে তাদের মাঝে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এ ভাবে চলে যায় তিন বৎসর। এক পর্যায তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। সেমতে গত ৪ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সোনালী-রতন। রতন ছিল বখাটে প্রকৃতির এবং জুয়ারো। বিয়ের পর রতন চাকরী ছেড়ে দিয়ে মাঝে মাঝে রিকশা চালাত্।এ বিষয় নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।
গত শুক্রবার সকালে সোনালী রতনকে ৫শ’টাকা দেয় মুরগী কিনে আনারজন্য। টাকা দিয়ে সোনালী ওভার টাইম কাজ করার জন্য গার্মেন্টসে চলে যায়। বলে যায় সেকাজ থেকে এসে মুরগীর মাংস দিয়ে স্বামীর সাথে ভাত খাবে। বিকেল ৪ টায় সোনালী বাসায় এসে দেখে রতন মুরগী কিনে আনেনি। তার দেয়া টাকা সহপাটিদের সাথে জুয়া খেলে হেরে ফেলেছে। এ বিষয় নিয়ে রতনের সাথে সোনালীর ঝগড়া ও মনোমালিন্য হয়। এরপর রতন বাড়ি হতে বের হয়ে যাওয়া। এর কিছুক্ষন পর সোনালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাত ১০টায় ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।