ফতুল্লায় লকডাউন ভেঙ্গে ছেড়ে যাচ্ছে একেরপর এক যাত্রী বোঝাই ট্রাক

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলাকে করোনার ‘হটস্পট’ বা ‘রেড জোন’ বলে আখ্যায়িত করে আসছে দেশের স্বাস্থ্য বিভাগ। রাজধানী ঢাকার পর এ জেলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সংক্রোমন ঠেকাতে দীর্ঘদিন ধরেই লকডাউনের আওতায় রয়েছে এই শিল্পনগরী।

 

এরপরও অসচেতন কিছু মানুষ তা অমান্য করে বিভিন্ন কায়দায় ছুটে চলেছেন নিজ নিজ গ্রামে। এদের মধ্যে বহু মানুষের শরীরে করোনার উপসর্গ রয়েছে। কেউ কেউ আক্রান্ত হয়েছেন, আবার মৃত্যুর সংবাদও এসেছে বিভিন্ন জেলা থেকে। এরা নারায়ণগঞ্জ থেকে সংক্রোমিত হয়ে এসেছেন বলে দাবি করছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ।

 

এমন পরিস্থিতিতেও টনক নড়ছেনা এসব অসচেতন ব্যক্তিদের। উল্টো লকডাউন অমান্য করে ধান কাটার অযুহাতে রাতের আঁধারে নারায়ণগঞ্জ থেকে একেরপর এক ট্রাক ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কিছু ট্রাক বিভিন্ন স্থান থেকে আটক করা গেলেও সূত্র বলছে, যাত্রী বোঝাই সিংহভাগ ট্রাকই পাড় পেয়ে যাচ্ছে। কৌশলে নদী পথেও যাচ্ছেন কেউ কেউ। এতে করে প্রাণঘাতী করোনার বিস্তার আরো ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লালখা এলাকা থেকে বহু ট্রাক ছেড়ে যাচ্ছে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায়। আর এতে স্থানীয় এক শ্রেনির অসাধু ব্যক্তিরা আর্থিক ভাবে ফায়দা লুটছেন।

 

এমন অভিযোগ উঠেছে- ফতুল্লার লালখা এলাকার মৃত হাজী শুক্কুর আলী মুন্সীর দুই ছেলে কালাম মিয়া ও পারুল আহমেদ পলাশ এবং তার ছেলে রাকিবের বিরুদ্ধে। তাদের তত্বাবধানে কয়েক দফায় এখনও পর্যন্ত অন্তত ৯টি ডিস্ট্রিক ট্রাক বোঝাই যাত্রী সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে লালখা থেকে রওয়ানা দিয়েছেন।

 

অনুসন্ধানে আরো জানা গেছে, ফতুল্লার লালখা এলাকায় সিলেট ও সুনামগঞ্জের হাজারো হিন্দু ধর্মালম্বিদের বসবাস রয়েছে। এদের বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে থাকেন ওই এলাকার কালাম, পারুল ও তার ছেলে রাকিবসহ তাদের বলয়ের স্থানীয় কিছু লোকজন। এতে সহযোগিতা করছেন সত্যজিৎ নামে একই এলাকায় বসবাসরত সুনামগঞ্জেরই এক যুবক। তিনি মূলত সেখানকার ভাসমান হিন্দু ধর্মালম্বি তথা সংখ্যালঘুদের নেতৃত্ব দিয়ে থাকেন।

 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, লালখার ভাসমান হিন্দু ধর্মালম্বিদের উস্কানী দিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করতে প্রভাবিত করছেন এই অভিযুক্তরা। ফলে প্রতি রাতেই লালখা থেকে ট্রাক ছেড়ে যাচ্ছে সুনামগঞ্জে।

 

অনুসন্ধানে আরো যায়, একটি ডিস্ট্রিক ট্রাকে গাদাগাদি করে অন্তত ৬০ জন যাত্রী উঠানো হয়। মাথা পিছু ১ হাজার থেকে ১২শ’ টাকা করে নেয়া হচ্ছে। এক হাজার টাকা করে নেয়া হলেও ট্রাক প্রতি ৬০ জনে ৬০ হাজার টাকা উঠছে। আর ট্রাক ভাড়া বা অন্যান্য আনুসাঙ্গিক খরচ মিলিয়ে গাড়ি প্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা ব্যায় হয়ে থাকে। ট্রাক প্রতি বাকি ৪০ হাজার টাকাই থেকে যাচ্ছে ওই চক্রটির পকেটে। সে হিসেবে ৯টি ট্রাকের সমিকরণ দাঁড়ায় ৩ লাখ ষাট হাজার টাকায়। এমন পন্থায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি।

 

জানা গেছে, এদের তত্বাবধানে ছেড়ে যাওয়া একাধিক ট্রাক আটক হলেও যাত্রীদের কাছ থেকে উত্তোলনকৃত টাকা ফেরৎ দেয়া হচ্ছে না।

 

সূত্র বলছে, গত ১৮ এপ্রিল লালখা থেকে সুনামগঞ্জগামী যাত্রী বোঝাই একটি ট্রাক আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। যাত্রীদের বুঝিয়ে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হলেও আটককৃত ট্রাক ও চালককে থানায় নিয়ে আসা হয়। এই ট্রাকটিও অভিযুক্ত কালাম, পারুল, রাকিব ও সত্যজিতের তত্বাবধানে ছাড়া হচ্ছিল। এঘটনায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানালেও পরবর্তীতে রেকার বিল আদায় করে থানা থেকে ট্রাকসহ চালককে ছেড়ে দেয়া হয়।

 

তবে এরপরও থেমে যাননি অভিযুক্তরা। প্রায় প্রতিরাতে তাদের তত্বাবধানে একেরপর এক যাত্রী বোঝাই ট্রাক ছাড়ার খবর পাওয়া যাচ্ছে।

 

জানা গেছে, অভিযুক্তদের তত্বাবধানে গত রাতেও (২১ এপ্রিল) ফতুল্লার লালখা এলাকা থেকে আবারও যাত্রী বোঝাই একটি ট্রাক ছেড়ে যায়। রাত ১১টার পর ওই ট্রাকটি সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় পৌছালে সড়কে টহলরত পুলিশের হাতে ধরা পড়ে। পরে যাত্রীদের বুঝিয়ে লালখায় পাঠিয়ে দেয়া হয়।

 

এদিকে, কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর অনুমতি নিয়ে ট্রাক ছাড়া হচ্ছে বলে অভিযোগ উঠে।

 

এ বিষয়ে ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কাছে ধান কাটার প্রয়োজন দেখিয়ে সুনামগঞ্জ যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল। আমি বিষয়টি আমার ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সাহেব ও থানার ওসি আসলাম সাহেবকে অবগত করেছি। তারা বলেছে যে, সুনির্দিষ্ট প্রমান থাকলে ও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর সুস্থ্য ব্যক্তিদের যাওয়ার জন্য প্রত্যয়নপত্র দিতে। এর প্রেক্ষিতে আমি ৩টি ট্রাক ছাড়ার জন্য প্রত্যয়ন পত্র দিয়েছি। তবে, ৯টি ট্রাক যাওয়ার বিষয়টি আমি জানিনা।’

 

এদিকে তিনি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার দাবি করলেও সূত্র বলছে, কোন যাত্রীরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তাই সড়কে টহলরত পুলিশ ওই ট্রাকগুলোর যাত্রীদের আটক করে ফিরিয়ে দিয়েছিল।

 

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইউপি সদস্য আমার সাথে যোগাযোগ করেছিলেন বটে। আমি বলেছি যে, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বৈধ কাগজপত্র থাকলে এবং প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ্য বলে প্রমানিত হলে যাওয়ার জন্য প্রত্যায়নপত্র দিতে। এছাড়া আমরা অনুমতি দিচ্ছি না। আর কাগজপত্র ঠিক না থাকলে কেউ যেতে পারবে না। ইতিমধ্যে আমরা বেশ কিছু ট্রাক ও বাস আটক করেছি। তাদের কোন কাগজপত্র ছিলো না।’

 

তিনি আরো বলেন, ‘গত ১৮ এপ্রিল তক্কারমাঠ নাজমুল গার্মেন্টস এর সামনে থেকে যেই ট্রাকটি আটক করা হয়েছিল, আইন অনুসারে ওই ট্রাকটি রেকার বিল করে তা আদায়ের পর ছেড়ে দেয়া হয়েছে। আর যাত্রীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়ে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘ট্রাক ছাড়াকে পুঁজি করে যারা গরিব মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট প্রমান পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

 

তবে, দেশের এই পরিস্থিতিতে লকডাউন অমান্য করে ইউপি সদস্যের অনুমতি দেয়ার এখতিয়ার রয়েছে কিনা তা জানতে বুধবার (২২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করতে সক্ষম হয়নি। তাই তার পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্যও পাওয়া যায়নি।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে কোন জনপ্রতিনিধি কাউকে কোথাও যাওয়ার জন্য অনুমতি দেয়ার এখতিয়ার রাখেন কিনা, সে বিষয়টি আমার জানা নেই।’

সর্বশেষ সংবাদ



» এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে বকশীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

» বকশীগঞ্জে পৌর ছাত্রদল নেতা সিয়াম সিদ্দিকীর পক্ষ থেকে ফুটবল প্রেমিদের মাঝে ফুটবল উপহার বিতরন

» দেশজুড়ে আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

»  আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বকশিগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল 

» বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু জ্বর ও  চিকুনগুনিয়া রোগে  আক্রান্ত

» আওয়ামী নাশকতা ঠেকাতে কুতুবপুর ইউনিয়ন যুবদলের প্রতিবাদ মিছিল

» বকশীগঞ্জে শিশু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বকশীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

» প্রতিপক্ষের মামলা থেকে বাচঁতে মিথ্যা অপপ্রচারের নাটক সাজিয়ে ফাঁসানোর চেষ্টা

» এক যুগ পর আসছে শুভ- তমা অভিনীত সিনেমা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় লকডাউন ভেঙ্গে ছেড়ে যাচ্ছে একেরপর এক যাত্রী বোঝাই ট্রাক

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলাকে করোনার ‘হটস্পট’ বা ‘রেড জোন’ বলে আখ্যায়িত করে আসছে দেশের স্বাস্থ্য বিভাগ। রাজধানী ঢাকার পর এ জেলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সংক্রোমন ঠেকাতে দীর্ঘদিন ধরেই লকডাউনের আওতায় রয়েছে এই শিল্পনগরী।

 

এরপরও অসচেতন কিছু মানুষ তা অমান্য করে বিভিন্ন কায়দায় ছুটে চলেছেন নিজ নিজ গ্রামে। এদের মধ্যে বহু মানুষের শরীরে করোনার উপসর্গ রয়েছে। কেউ কেউ আক্রান্ত হয়েছেন, আবার মৃত্যুর সংবাদও এসেছে বিভিন্ন জেলা থেকে। এরা নারায়ণগঞ্জ থেকে সংক্রোমিত হয়ে এসেছেন বলে দাবি করছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ।

 

এমন পরিস্থিতিতেও টনক নড়ছেনা এসব অসচেতন ব্যক্তিদের। উল্টো লকডাউন অমান্য করে ধান কাটার অযুহাতে রাতের আঁধারে নারায়ণগঞ্জ থেকে একেরপর এক ট্রাক ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কিছু ট্রাক বিভিন্ন স্থান থেকে আটক করা গেলেও সূত্র বলছে, যাত্রী বোঝাই সিংহভাগ ট্রাকই পাড় পেয়ে যাচ্ছে। কৌশলে নদী পথেও যাচ্ছেন কেউ কেউ। এতে করে প্রাণঘাতী করোনার বিস্তার আরো ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লালখা এলাকা থেকে বহু ট্রাক ছেড়ে যাচ্ছে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায়। আর এতে স্থানীয় এক শ্রেনির অসাধু ব্যক্তিরা আর্থিক ভাবে ফায়দা লুটছেন।

 

এমন অভিযোগ উঠেছে- ফতুল্লার লালখা এলাকার মৃত হাজী শুক্কুর আলী মুন্সীর দুই ছেলে কালাম মিয়া ও পারুল আহমেদ পলাশ এবং তার ছেলে রাকিবের বিরুদ্ধে। তাদের তত্বাবধানে কয়েক দফায় এখনও পর্যন্ত অন্তত ৯টি ডিস্ট্রিক ট্রাক বোঝাই যাত্রী সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে লালখা থেকে রওয়ানা দিয়েছেন।

 

অনুসন্ধানে আরো জানা গেছে, ফতুল্লার লালখা এলাকায় সিলেট ও সুনামগঞ্জের হাজারো হিন্দু ধর্মালম্বিদের বসবাস রয়েছে। এদের বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে থাকেন ওই এলাকার কালাম, পারুল ও তার ছেলে রাকিবসহ তাদের বলয়ের স্থানীয় কিছু লোকজন। এতে সহযোগিতা করছেন সত্যজিৎ নামে একই এলাকায় বসবাসরত সুনামগঞ্জেরই এক যুবক। তিনি মূলত সেখানকার ভাসমান হিন্দু ধর্মালম্বি তথা সংখ্যালঘুদের নেতৃত্ব দিয়ে থাকেন।

 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, লালখার ভাসমান হিন্দু ধর্মালম্বিদের উস্কানী দিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করতে প্রভাবিত করছেন এই অভিযুক্তরা। ফলে প্রতি রাতেই লালখা থেকে ট্রাক ছেড়ে যাচ্ছে সুনামগঞ্জে।

 

অনুসন্ধানে আরো যায়, একটি ডিস্ট্রিক ট্রাকে গাদাগাদি করে অন্তত ৬০ জন যাত্রী উঠানো হয়। মাথা পিছু ১ হাজার থেকে ১২শ’ টাকা করে নেয়া হচ্ছে। এক হাজার টাকা করে নেয়া হলেও ট্রাক প্রতি ৬০ জনে ৬০ হাজার টাকা উঠছে। আর ট্রাক ভাড়া বা অন্যান্য আনুসাঙ্গিক খরচ মিলিয়ে গাড়ি প্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা ব্যায় হয়ে থাকে। ট্রাক প্রতি বাকি ৪০ হাজার টাকাই থেকে যাচ্ছে ওই চক্রটির পকেটে। সে হিসেবে ৯টি ট্রাকের সমিকরণ দাঁড়ায় ৩ লাখ ষাট হাজার টাকায়। এমন পন্থায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি।

 

জানা গেছে, এদের তত্বাবধানে ছেড়ে যাওয়া একাধিক ট্রাক আটক হলেও যাত্রীদের কাছ থেকে উত্তোলনকৃত টাকা ফেরৎ দেয়া হচ্ছে না।

 

সূত্র বলছে, গত ১৮ এপ্রিল লালখা থেকে সুনামগঞ্জগামী যাত্রী বোঝাই একটি ট্রাক আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। যাত্রীদের বুঝিয়ে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হলেও আটককৃত ট্রাক ও চালককে থানায় নিয়ে আসা হয়। এই ট্রাকটিও অভিযুক্ত কালাম, পারুল, রাকিব ও সত্যজিতের তত্বাবধানে ছাড়া হচ্ছিল। এঘটনায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানালেও পরবর্তীতে রেকার বিল আদায় করে থানা থেকে ট্রাকসহ চালককে ছেড়ে দেয়া হয়।

 

তবে এরপরও থেমে যাননি অভিযুক্তরা। প্রায় প্রতিরাতে তাদের তত্বাবধানে একেরপর এক যাত্রী বোঝাই ট্রাক ছাড়ার খবর পাওয়া যাচ্ছে।

 

জানা গেছে, অভিযুক্তদের তত্বাবধানে গত রাতেও (২১ এপ্রিল) ফতুল্লার লালখা এলাকা থেকে আবারও যাত্রী বোঝাই একটি ট্রাক ছেড়ে যায়। রাত ১১টার পর ওই ট্রাকটি সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় পৌছালে সড়কে টহলরত পুলিশের হাতে ধরা পড়ে। পরে যাত্রীদের বুঝিয়ে লালখায় পাঠিয়ে দেয়া হয়।

 

এদিকে, কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর অনুমতি নিয়ে ট্রাক ছাড়া হচ্ছে বলে অভিযোগ উঠে।

 

এ বিষয়ে ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কাছে ধান কাটার প্রয়োজন দেখিয়ে সুনামগঞ্জ যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল। আমি বিষয়টি আমার ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সাহেব ও থানার ওসি আসলাম সাহেবকে অবগত করেছি। তারা বলেছে যে, সুনির্দিষ্ট প্রমান থাকলে ও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর সুস্থ্য ব্যক্তিদের যাওয়ার জন্য প্রত্যয়নপত্র দিতে। এর প্রেক্ষিতে আমি ৩টি ট্রাক ছাড়ার জন্য প্রত্যয়ন পত্র দিয়েছি। তবে, ৯টি ট্রাক যাওয়ার বিষয়টি আমি জানিনা।’

 

এদিকে তিনি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার দাবি করলেও সূত্র বলছে, কোন যাত্রীরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তাই সড়কে টহলরত পুলিশ ওই ট্রাকগুলোর যাত্রীদের আটক করে ফিরিয়ে দিয়েছিল।

 

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইউপি সদস্য আমার সাথে যোগাযোগ করেছিলেন বটে। আমি বলেছি যে, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বৈধ কাগজপত্র থাকলে এবং প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ্য বলে প্রমানিত হলে যাওয়ার জন্য প্রত্যায়নপত্র দিতে। এছাড়া আমরা অনুমতি দিচ্ছি না। আর কাগজপত্র ঠিক না থাকলে কেউ যেতে পারবে না। ইতিমধ্যে আমরা বেশ কিছু ট্রাক ও বাস আটক করেছি। তাদের কোন কাগজপত্র ছিলো না।’

 

তিনি আরো বলেন, ‘গত ১৮ এপ্রিল তক্কারমাঠ নাজমুল গার্মেন্টস এর সামনে থেকে যেই ট্রাকটি আটক করা হয়েছিল, আইন অনুসারে ওই ট্রাকটি রেকার বিল করে তা আদায়ের পর ছেড়ে দেয়া হয়েছে। আর যাত্রীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়ে দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘ট্রাক ছাড়াকে পুঁজি করে যারা গরিব মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট প্রমান পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

 

তবে, দেশের এই পরিস্থিতিতে লকডাউন অমান্য করে ইউপি সদস্যের অনুমতি দেয়ার এখতিয়ার রয়েছে কিনা তা জানতে বুধবার (২২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করতে সক্ষম হয়নি। তাই তার পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্যও পাওয়া যায়নি।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে কোন জনপ্রতিনিধি কাউকে কোথাও যাওয়ার জন্য অনুমতি দেয়ার এখতিয়ার রাখেন কিনা, সে বিষয়টি আমার জানা নেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD