“কুতুবপুর ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারকে রুখবে সাধ্য কার। তিনি তো আবার সরকারদলীয় মেম্বার!” একে তো আওয়ামী লীগ নেতা তার উপর আাবার জন প্রতিনিধি এই দুইকে ক্ষমতা কে পুঁজি করে আলাউদ্দিন হাওলাদার কুতুবপুর জুড়ে প্রতিনিয়ত জন্ম দিচ্ছে সমাজ বিরোধী নানা বিতর্কিতমূলক কর্মকান্ড।আর তাই আলাউদ্দিন হাওলাদার ও তার পুত্র তপনের লাগাম টেনে ধরতে নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
একের পরপর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে ফতুল্লার কুতুবপুরে আবারে আলোচনার উঠে এসেছে ছাগল চুরির ঘটনার আলোচিত ব্যাক্তি কুতুবপুর ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা স্থানীয় সর্ব মহলে তাকে আবারো আলোচনা- সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত করেছে।
সর্বশেষ গত ৪৮ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় আলাউদ্দিন হাওলাদার ও তার পুত্র তপন পিটিয়েছেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক সহ এক ঔষধ ব্যবসায়ী কে।একটি অন লাইন পোর্টালে আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্বে সংবাদ প্রকাশিত হলে তা শেয়ার করায় পিটিয়েছে মসজিদের সাধারণ সম্পাদক কে এর মাত্র একদিন পরেই ফেইসবুকে কমেন্টস করায় পিতা- পুত্র মিলে মারধর করেছে এক ঔষধ ব্যবসায়ীকে।
এর আগে নিজ দলীয় অংঙ্গ সংগঠনের একা নেতা কে হত্যার হুমকী প্রদানের অভিযোগ সহ স্থানীয় স্বেচ্ছাসেবী দুই যুবকে মারধরে ঘটনায় তার বিরুদ্বে থানায় দায়ের করা অভিযোগ তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছিলো।এবার তিনি ঔষধ ব্যবসায়ী বাবু ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী হায়দার আলী কে মারধর করে আবারো উঠে এসেছেন সমালোচনার কেন্দ্র বিন্দুত।
উল্লেখ্য যে, আলাউদ্দিন হাওলাদার কুতুবপুর ইউনিয়নের ৪,৫এবং৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।স্থানীয়বাসী জানায় আলাউদ্দিন হাওলাদার এক সময় জুয়াড়ি আলাউদ্দিন নামে সর্ব মহলে পরিচিত ছিলো।ইউপি সদস্য নির্বাচিত হবার হলে তাকে জুয়াড়ি আলাউদ্দিন থেকে মেম্বার আলাউদ্দিন হিসেবে পরিচিতি লাভ করে।স্থানীয় একাধিক সূত্র মতে, সরকার দলীয় নেতা ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য স্ব-শিক্ষিত আলাউদ্দিন হাওলাদার সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন।আর তা না হলে কেনো তিনি সমাজ বিরোধী নানা কর্মকান্ডের জন্ম দিয়ে বা নিজেকে জড়িয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরনিত হবেন।তার ছেলে তপনের বিরুদ্বে ও রয়েছে চাঁদাবাজী,জুয়া, মাদক কারবার সহ সমাজ বিরোধী নানা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িতের অভিযোগ।
সূত্র মতে,সব সময় আলোচনা – সমালোচনা থাকা স্ব- শিক্ষিত আলাউদ্দিন হাওলাদার কখনো বা আলোচনায় এসেছেন মাদকের বিশাল চালান সহ মাদক ব্যবসায়ী কে পুলিশের হাত থেকে ছাড়িয়ে,কখোনা বা আলোচনায় এসেছেন সাংবাদিক কে গালমন্দ সহ হত্যা করার হুমকী দিয়ে,কখনো বা আলোচনায় এসেছেন সংখ্যালঘু পরিবাররের বসত ভীটা দখল করার চেস্টার অভিযোগে,কখনো বা আলোচনায় এসেছেন ছাগল চোর আখ্যায়িত করে নিজ কার্যালয়ে দুই যুবক কে পিটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার মধ্যো দিয়ে এ রকম ঘটনার জন্ম দিয়ে সে বরাবরই ছিলেন আলোচনা- সমালোচনায়।গত এক সপ্তাহে তিন তিনটি ঘটনা স্থানীয় মহলে তাকে আবারো আলোচনার তুলে এনেছে।
গত ১২ এপ্রিল তার নির্বাচর্নী এলাকা ৫ নং ওয়ার্ডের বেশ কিছু দরিদ্র পরিবারের সদস্য কিছু খাদ্য দ্রব্য বা ত্রানের আশায় তার ব্যক্তিগত কার্যালয়ে গেলে তিনি তাদেরকে গালমন্দ সহ গলা ধাক্কা দিয়ে বের করে দেন।এ ঘটনা তুলে ধরে একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়।সংবাদ প্রকাশের জের ধরে তিনি নিজ দলীয় অংঙ্গ সংগঠনের থানা পর্যায়ের এক নেতা কে হত্যা করা সহ শায়েস্তা করার হুমকী দেন বলে জানা যায়।
এ ঘটনায় ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতা পরিচয় দানকারী ফেরদৌস আল মিঠু সে সময় জেলার স্থানীয় এক পত্রিকা অফিসে উপস্থিত হয়ে আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্বে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন।সে সময় তিনি বলেন সংবাদ প্রকাশের ঘটনায় আলাউদ্দিন হাওলাদার তাকে দোষারোপ করে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন তিনি(হাওলাদার) ইচ্ছে করলে মিঠুর বাড়ী থেকে তুলে এনে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা গ্রহন করতে পারে।
অপরদিকে ১৫ এপ্রিল কাজী ফারুক ও রাসেল আহম্মেদ তুষার নামের দু’যুবক কে মারধর করার অভিযোগে আলাউদ্দিন হাওলাদার সহ একাধিক সন্ত্রাসীর বিরুদ্বে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো।
আলাউদ্দিন হাওলাদার এ সকল অভিযোগের ভিত্তিতে তিনি বলেন কোনোটাই সত্য নয়।তার বিরুদ্বে আনীত অভিযোগ সবই মিথ্যা।তার বিরুদ্ধে সব ষড়যন্ত্র।





















