কুয়াকাটার সমুদ্র সৈকতে আট দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। শুক্রবার জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠন ‘ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ’ এর এই আয়োজনের সমাপ্তি হয়।
গত ৭ আগস্ট জলবায়ু পরিবর্তন বিষয়ক সংগঠনটির কুয়াকাটা ইউনিটের উদ্যোগে এবং কুয়াকাটা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলাকালে পর্যটক এবং স্থানীয়দের মধ্যে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করেন সংগঠনটির কর্মীরা।
এই জনসচেতনতামূলক কার্যক্রমে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ কুয়াকাটার সমন্বয়কারী জলবায়ু যোদ্ধা মাসুম বিল্লাহ বাঁধনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















