নারায়নগঞ্জ সদর উপজেলার সেহাচরে যুবলীগ নেতা মো. রানার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ,দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন। যুবলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল।
কাঙ্গালী ভোজে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী ও সাংসদ একে এম শামীম ওসমানের দীর্ঘ জীবন কামনা করে মোনাজাত করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানান, তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য তাঁর ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।