স্টাফ রিপোর্টার:- কাঁদো বাঙালি কাঁদো ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মিলাদ দোয়া ও কাঙালী ভোজের আয়োজন। আজ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর সুখের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বিশ্বের লাঞ্ছিত ও বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা বাংলা ও বাঙালির হাজার বছরের অরাধ্য পুরুষ। বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী।
নারায়ণগঞ্জ সদর উপজেলা উত্তর রসুলপুর এলাকায় যুব লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী , সাংগঠনিক সম্পাদক পিন্টু, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সি,নারায়ণগঞ্জ মহানগরের নেতা মাহবুবুর রহমান হক সহ আওয়ামী লীগ সদস্য গণ এবং ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।