না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল জাহের(৬৫)। শুক্রবার রাত পৌণে ২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হসপিটালে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৫মেয়ে ও ছেলেসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় আবুল জাহের নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ছাড়াও জেলা পরিষদের নির্বাচিত সদস্য,বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি’র সভাপতি,নাসিম ওসমান মডেল একাডেমি’র ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালণ করে আসছেন। জাদরেল এই রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে তার নিজ মহল্লা বন্দর শাহী মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবুল জাহের সম্প্রতি শ্বাসকষ্ট ও সর্দি কাশিসহ করোনা উপসর্গ নিয়ে প্রায় ২০দিন যাবত ওই হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান শোক প্রকাশ জানিয়েছেন।