নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবুল জাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন।
সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় যুবলীগ নেতা ইমন বলেন, ‘রাজনৈতিক জীবনে আবু জাহের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো।” এসময় তার পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
জানা গেছে, ১৫ আগস্ট শনিবার রাত ২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
আল্লাহ তাকে বেহেসত নসিব করুন আমিন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।