নারায়ণগঞ্জ সদর উপজেলার নন্দলালপুর এলাকায় দেশীয় শাড়ি ব্লক দেওয়ার কারখানা ড্রাইং অ্যান্ড প্রিন্টিং শ্রমিক ইউনিয়ন এর চাকরীচ্যুত শ্রমিকদের বকেয়া পাওনা ও পুনরায় চাকরি বহালের দাবিতে সমাবেশ। উক্ত সমাবেশে নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স নারায়ণগঞ্জ শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু , ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স নারায়ণগঞ্জ শাখার কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রলার শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আনিছ মাস্টার, ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি ফিরোজ মিয়া, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, , শ্রমিক নেতা মোঃ ফারুক, মোবারক, সহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ।