স্টাফ রিপোর্টার:- নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা নয়ামাটি তাজুর মাঠ এলাকায় গড়ে উঠেছে পল্লব ডেইরি ফার্ম নামের একটি গরুর খামার বিগত দুই বছর যাবত চলছে এই খামার খামারটিতে রয়েছে ৩০ থেকে ৩৫ টি গরু খামারের পয়নিস্কাশন বার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিষ্টার গন্ধে অতিষ্ঠ জনজীবন আর তখন থেকেই এলাকাবাসী বিভিন্নভাবে এর প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু খামারের মালিক নিজের প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে তারই খামারটি এলাকাবাসীর গণস্বাক্ষর এর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে এর কোনো প্রতিকার না পেয়ে ফতুল্লা থানা দুই দুইটি অভিযোগ দায়ের সহ নারায়ণগঞ্জ পুলিশ সুপার, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমস্ত জায়গায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনরকম প্রতিকার না পেয়ে এই খাবারটি সরিয়ে ফেলার জন্য এলাকাবাসীর মানববন্ধন তাদের দাবি এই খামারটি এখান থেকে সরিয়ে ফেলতে হবে অন্যতায় আমরা আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু, ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির হোসেন, বিশিষ্ট শিল্পপতি কালাম সাহেব, যেড বি মোস্তফা, হায়দার মিয়া, আবুল কালাম, ইমরানসহ এলাকার শত শত সাধারন মানুষ ।