জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষীয়’ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে সংশপ্তক নামের একটি সামাজিক সংগঠন। বাংলাদেশে বনের পরিমান ১৭% থেকে ২৫% এ বাড়ানো এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে ‘সংশপ্তক’ সংগঠনটি এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।’ সংশপ্তক’র বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশ্বের জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করা হয় স্কুল, কলেজ, রাস্তা, মসজিদ ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রতিভাস এর প্রতিষ্ঠাতা সাকিব মোহাম্মদ আল হাসান মিজু এবং ‘সংশপ্তকের’ উদ্যমী সদস্যবৃন্দ। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চন্ডিপুর-পার্বতীপুর গ্রামের চাকরিজীবী,প্রবাসী, যুব ও ছাত্র সমাজকে নিয়ে গড়ে উঠেছে এই সমাজকল্যাণমূলক সংগঠন ‘সংশপ্তক’। গ্রামের দরিদ্র, অসহায়, এতিম প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ অন্যান্য সহযোগিতায় কাজ করে চলেছে এই সংশপ্তক।





















