পুলিশ টাকার জন্য সবকিছুই করতে পারে এমন মন্তব্য করলো মৃত্যুর দেড়মাস পর জীবিত অবস্থায় নাটকীয় ভাবে ফিরে আসা জিসামনি নামে এক স্কুল ছাত্রীর বাবার দায়ের করা মামলায় আসামীদের অভিভাবকরা। সোমবার ( ২৪ আগষ্ট ) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহত স্কুলছাত্রী জিসামনিকে জীবিত অবস্থায় ফিরে আসায় থানার অভ্যন্তরে সাংবাদিকদের কাছে এমনই দুঃখ নিয়ে অভিভাবক উক্ত কথা বলেন।
জিসামনি গত ৪ জুলাই তার বাসা থেকে রাত ৭.২৮ মিনিটে বের হয়ে বাড়িতে না আসার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ধর্ষনের পর হত্যা করার অভিযোগে জিসামনির বাবা জাহাঙ্গীর বাদী হয়ে ১৭ জুলাই মামলা দায়ের করেন।
সেই মামলায় পুলিশ আব্দুল্লাহ,খলিল মাঝি, নকিব নামে ৩ আসামীকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্টন হোসেন ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহ্ম্মেদ হুমায়ুন কবিরের আদালতে আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে হত্যা করার কথা স্বীকার করে।
রবিবার ( ২৩ আগষ্ট ) জিসামনি নবীগঞ্জ একটি ফোনের দোকানে এসে বাবা মাকে ফোন করে। বাবা মা জিসামনিকে উদ্ধার করে সদর মডেল থানা থানায় নিয়ে আসে।
গত ৪ জুলাই জিসামনি ইকবাল নামে এক যুবকের সাথে পালিয়ে যায়। বহু খোজাখুজি করে মেয়ের সন্ধান না পেয়ে গত ১৭ আগষ্ট জিসামনির বাবা ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
সে মামলার আসামী আবদুল্লাহ’র বাবা মো.আমজাদ সাংবাদিকদের জানান, আমার ছেলে যদি এমন জঘন্য কর্মে জড়িত থাকতো তাহলে ওতো বাসায় বা এলাকায় থাকতো না বরং নারায়ণগঞ্জ ছেড়ে অন্যন্ত্র পালিয়ে যেত। কিন্তু আমার নিরীহ ছেলেকে সে মামলায় আসামী করে পুলিশ রিমান্ডে নির্যাতনের নামে ধাপে ধাপে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় এসআই শামীম রিমান্ডে না মারার কথা বলে আসামীদের কাছ থেকে দফায় দফায় টাকা ৪৭০০০/ টাকা নেন। এদিকে থানায় আসা ৩ আসামীর অভিভাবকরা বলেন, মারধরের ভয় দেখিয়ে সদও মডেল থানার উপপরিদর্শক শামীম আল মাসুদ রিমান্ডের নামে আমাদের কাছ থেকে দফায় দফায় টাকা দাবী করেন। তার চাহিদা অনুযায়ী টাকা না দিলে আমাদেরকে সন্তানকে ফাসিঁর মঞ্চে নেয়ারও হুমকী প্রদান করেন। প্রচুর ভয়ীতি দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্টন হোসেন ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহ্ম্মেদ হুমায়ুন কবিরের আদালতে আসামীরা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে হত্যা করার কথা স্বীকার করাতে বাধ্য করেন এসআই শামীম। এর আগে কয়েকবার দারোগা সাহেব আমাদেরকে ফোন করে টাকা আনার চাপ দেন নতুবা সন্তানদেরকে মারধর করা হবে। সন্তানের মুখে তাকিয়ে দারোগার চাহিদা মাফিক টাকাও প্রদান করেছি। এখন তো জিসামনিকে পাওয়া গেছে তাহলে আমাদের সন্তানগুলোর কি হবে। আক্ষেপ করে তারা বলেন, ভাইগো আমাগো দেশের পুলিশ টাকা জন্য সবকিছুই করতে পারে।