নারায়ণগঞ্জের তল্লা এলাকার মসজিদে এসি বিষ্ফোরণে দগ্ধ ও নিহতদের ক্ষতিপূরণ এবং গ্যাস লাইন সংস্কারের জন্য ঘুষ দাবিকারীদের শাস্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করেছে ইসলামী যুব আন্দোলন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সড়কে মিছিল শেষে নগরের ভাষা সৈনিক সড়কে তিতাস গ্যাসের আঞ্চলিক শাখার সামনে অবস্থান নেয় সংগঠনটির নারায়ণগঞ্জ শাখার নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনছুর রহমান সাইদী, মহানগর মুজাহিদ কমিটির সভাপতি মাসুম বিল্লাহ,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো.ইকবাল, ইসলামী যুব আন্দোলনের মহানগর সভাপতি প্রমুখ। মানব বন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের তিতাসের পক্ষ থেকে ক্ষতি পূরনের দাবী করা হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে তিতাস কর্তপক্ষকে সংযোগের ত্রুটি সংস্কারের জন্য বলা হয়েছিল। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ ত্রুটি সংস্কার করার জন্য ঘুষ দাবি করেছিল। ঘুষ না দেয়ায় লাইনটি সংস্কার করা হয়নি। আর এ কারনেই অনেকগুলো তাজা প্রাণ চলে গেছে না ফেরার দেশে।
ঘটনার সাথে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দাবিসহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতি পূরণ দেয়ার দাবি তোলেন বক্তারা।