দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর সুস্থ্য হয়ে ইউপি কার্যালয়ে গিয়ে মেম্বার ও এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ইউপি কার্যালয়ে এসে মেম্বার,এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন।
অসুস্থ্য থাকার পর তিনি অফিসিয়াল কাজগুলো নিয়মিত সম্পূর্ণ করেছিলেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখান থেকে বাসায় এসে ডাক্তারের নির্দেশে বাসায় বিশ্রামে ছিলেন।এ সময়ে পরিবারের নির্দেশ না শুনে রাষ্ট্রীয় ও এলাকাবাসীর স্বার্থে অফিসিয়ালি কাজ চালিয়ে যান।
শওকত আলী চেয়ারম্যান উপস্থিত সবার উদ্যোশ্য বলেন,আপনাদের সকলের দোয়া ও ভালবাসার কারনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি আজ সুস্থ্য হয়ে আপনাদের কাছে আসতে পেরেছি।আমি আপনাদের সবার কাছে ঋনী হয়ে রইলাম। যতদিন বেচেঁ থাকি আপনাদের সেবা করে যাব।