নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মডেল গার্মেন্টস গ্রুপ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পশ্চিম তল্লা মডেল গার্মেন্টসের ৭ম তলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক অনুদানটি তুলে দেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান।
অনুদান প্রদানের সময় তিনি নিহত ও আহত পরিবারের সদস্যের বলেন,মসজিদের এই মর্মান্তিক ঘটনায় আমরা মডেল ডি ক্যাপিটাল গ্রুপ থেকে শোক প্রকাশ করছি। আমরা অত্যন্ত মর্মাহত এ ঘটনায়।এঘটনায় আমাদের দুজন স্টাফ নিহত হয়েছেন। তাছাড়া মসজিদের বিস্ফোরনে আরো যারা নিহত ও আহত হয়েছে তারা এ এলাকার আমাদের ভাই-ব্রাদার। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আমরা শুধু আর্থিক সহায়তার মধ্যে থাকতে চাই না। আপনাদের মধ্যে যারা চাকুরি করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং সিভি জমা দিন আপনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাকুরি দিবো।
উল্লেখ্য যে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷এই বিস্ফোরনে প্রায় অর্ধশতাধিক মানুষেরপুরের হতাহতের ঘটনা ঘটে।এর মধ্যে ৩৭ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ভর্তিকৃত ৩৭ জনের মধ্যে ২৯জনের মৃত্যু হয়েছে।ঘটনার পরেরদিন শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। সে সময় মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার এবং আহতদের মাঝে ৩০ হাজার টাকা করে দেয়ার কথা জানান তিনি।