নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টারে’ অগ্নিকান্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সে সময় বেশ কয়েকজন নারী রোগী সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ আগুনে তারা হুড়োহুড়ি করে দ্রুত বেরিয়ে যায়।
জানা গেছে, আল হাকিম সেন্টারে অবস্থিত পপুলারের ৫ম তলায় বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বেলা ১২টায় ছাদের নিচে সিলিংয়ে কাজ করছিল কয়েকজন। ওই সময়ে বিদ্যুতের স্পার্ক করে সিলিংয়ের ককশীটে আগুন ধরে যায়। পরে সেখানে থাকা লোকজন দ্রুত পানি ছিটিয়ে ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। ওই ফ্লোরে তখন বেশ কয়েকজন রোগী ছিল। তারা ডাক্তারের জন্য অপেক্ষামান ছিলেন।
প্রতিষ্ঠানটিতে মেরামত কাজে কর্মরত রুহুল জানান, ডায়াগনস্টিকের এসি মেশিনের পাইপলাইনে লিকেজ ছিল। সেই লিকেজ ঝালাই দিতে গিয়ে প্লাষ্টিক বোর্ডে আগুন লেগে যায়। পরে দ্রুতপানি ও আগুন নির্বাপক যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এদিকে ভুক্তভোগীরা জানান, ৫ম তলায় অসংখ্য গর্ভবতী নারীসহ বিভিন্ন রোগী তাদের বাচ্চা নিয়ে অবস্থান করছিল। আগুনের শিখা দেখে মুহুর্তেই ছোটাছুটি শুরু করেন। এতে করে আতঙ্ক ছড়িয়ে পরে চার দিকে।ব্যাপারটি নিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার স্বপনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।