নূরুল ইসলাম নূরু:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর শাহিমহল্লা এলাকায় ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় শাহিমহল্লা মার্কেট প্রতিরোধ কমিটির উদ্যোগে শেষ আবাসস্থল কবরস্থানের উপর মার্কেট নির্মানে এলাকাবাসীর ধর্মীয় অনুভূতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জান দেব তবো কবর স্থানের উপর মার্কেট নির্মাণ করতে দেব না। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মার্কেট নির্মাণ করার পায়তারা করছে। এ দেশের তৌহিদী জনতা তা তোন দিনই বরদাস্ত করবে না ।
বক্তারা আরো বলেন, এলাকার শতকরা ৯০ জন লোক কবরস্থানের উপর মার্কেট নির্মানের বিপক্ষে রয়েছেন। সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতই ইসলামের মতামত। তাই কুচক্রী মহলের দ্বারা বানানো ফতোয়ায় এই কবর স্থানের উপর মার্কেট নির্মাণ করতে দেয় হবে না। যদি কেহ এই কবরস্থানের জায়গার উপর মার্কেট নির্মাণ করার কোন প্রকার উদ্যোগ গ্রহন করেন , তা হলে তাদেরকে দাঁত ভংগা জবাব দেয়া হবে।
আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বলেন, কিছু লোক আওয়ামী লীগের ভিতরে অনুপ্রবেশ করে, আওয়ামী লীগকে ধ্বংশ করার চেস্টা করছে, ওর মতো শতটা আলাউদ্দিন পয়দা হলে ও এ অবৈধ মার্কেট করতে দেয়া হবে না। মানব বন্ধনে শাহিমহল্লা মার্কেট প্রতিরোধ কমিটির আহবায়ক মীর হোসেন মীরুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোজাফ্ফর সিং, তরিকুল ইসলাম, রোকন উদ্দিন , আব্দুল হক সহ বিভিন্ন মসজিদ থেকে আগত ইমামগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মানব বন্ধন শেষে একটি মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ কালে, মিছিলকারীরা শ্লোগান দেন, আলাউদ্দিন হাওলাদারের দুই,গালে জুতা মারো তালে তালে, অবৈধ কমিটির বহিস্কার চাই, করতে হবে।