নারায়ণগঞ্জ বন্দরের এক শারিরিক প্রতিবন্ধী অটোরিকশার ড্রাইভার রাব্বিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে গ্যারেজে মালিক বুলবুলের বিরুদ্ধে। মঙ্গলবার ৯ মার্চ বিকেল ৩ টায় শাহি মসজিদ দত্ত¡বাড়ি সিবলির রিক্সার গ্যারেজে এ ঘটনাটি ঘটে।
আহত শারিরিক প্রতিবন্ধী অটোরিক্সার ড্রাইভার রাব্বি মিয়া শাহি মসজিদ এলাকার আব্দুল হক মিয়ার ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার ৯ মার্চ বিকেলে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আশেক আলীর ছেলে সাদ্দাম বাদী হয়ে গ্যারেজ মালিক বুলবুলের নাম উল্লেখ করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এদিকে, শারিরিক প্রতিবন্ধী অটোরিক্সা ড্রাইভারকে মারধর করার ঘটনায় অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেন বন্দর পুলিশ ফাঁড়ির এএস আই শহিদুল।
আহত শারিরিক প্রতিবন্ধী রাব্বি মিয়া জানান, আমি ব্যাটারিচালিত অটোরিক্সা চালাই, আমার কাছে রিক্সা ভাড়া বাবদ ১ হাজার টাকা পাবে কিন্তু দিতে একটু দেরি হওয়াতে আমাকে গ্যারেজ মালিক বুলবুল মারধর করে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ব্যাটারিচালিত অটোরিক্সা ড্রাইভার শারিরিক প্রতিবন্ধী রাব্বি মিয়ার কাছে রিক্সাভাড়া বাবদ ৫ হাজার টাকা পাবে গ্যারেজ মালিক বুলবুল। এর মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ১ হাজার টাকা পাবে। এ টাকা দিতে একটু দেরি হওয়াতে আজকে বুলবুলের ভাই সিবলির গ্যারেজ রিক্সা মেরামত করতে আসলে রাব্বিকে লাথি মেরে ফেলে দেয়।
প্রতিবন্ধী রাব্বি মিয়াকে মারধর করার ঘটনায় রিক্সার গ্যারেজ মালিক বুলবুল এর সাথে কথা বলতে চাইলে সে এবিষয় কোন কথা না বলে সরে যান।