নারায়ণগঞ্জ নিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজলের নির্দেশে প্রায় ২ বছর আগে ভেঙ্গে ফেলা রহমতউল্লাহ মার্কেটের দোকান মালিকগন ও দেওভোগ সোরওয়ার্দী মার্কেটের দোকান মালিকগন মানববন্ধন কর্মসুচি পালন করেন। মঙ্গলবার ( ৯ মার্চ ) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে এ মানববন্ধন কর্মসুটি অনুষ্ঠিত হয়।
মাত্র ১৫/২০ মিনিটের মানববন্ধনে বাবুল দেওয়ানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এবাদুল ইসলাম, কাইউম নোয়াব, হাতেম কাজী, জীবন সরকার, আব্দুল মতিন, খালেকুদ জামান, জসিম উদ্দিন সেন্টু, মিন্টু, সানাউল্লাহ, সাব্বির, সিদ্ধিকুর রহমান, লাল মিয়া, ফরিদ আহমেদ, বাবুল আহমেদ, বিমল সূত্র ধর প্রমূখ।
বক্তারা মেয়র আইভীর বিরুদ্ধাচারন করে বলেন, উচ্চ আদালতে মামলা থাকাবন্থায় তিনি কিভাবে আমাদের এ মার্কেটটি ভেঙ্গে দিলো তা আমরা জানতে চাওয়া নানাবিধ প্রশ্ন ছিলো তাদের বক্তব্যে।
এ দিকে মানববন্ধনে শুরুতেই স্থানীয় গনমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখোমুখি হয় উক্ত দোকান মালিকরা। প্রায় ২ বছর পুর্বে ভেঙ্গে ফেলা রহমতউল্লাহ মার্কেট নিয়ে এখন কেন মানববন্ধন করতে আসলেন। এমন প্রশ্নে জবাবে অনেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে মানববন্ধন শেষে স্থানীয় গনমাধ্যমকর্মীরা এবাদল্লাহ’র কাছে গেলে তিনি বলেন,ভাই এটা তো আমাদের অনুষ্ঠান নয় আমরা এসেছি কাউন্সিলর সজল ভাইয়ের নির্দেশে। তিনি এখন বাসায় আছেন আপনারা তার সাথে যোগাযোগ করেন তাহলে…..। এ সময় তিনি বাবুল নামে অপর এক মালিকের মুঠোফোন নাম্বার দেন সাংবাদিকদের। তার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রায় ঘন্টাখানেক পর মুঠোফোনে সাংবাদিকদের বলেন,ভাই আমি নামাজে ছিলাম। তাই দেরী হলো। আপনারা এক কাজ করুন সবাই চলে যান পরে কাউন্সিলর সজল ভাইয়ের সাথে যোগাযোগ করলেই সব পেয়ে যাবেন।
এ বিষয়ে এনসিসি ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজলের মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি তার জড়িয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,এটা সম্পুর্ন মিথ্যা কথা। রেলওয়ের জমিতে দোকান ভেঙ্গে দেয়া এবং রহমতউল্লাহ মার্কেট মার্কেট ভেঙ্গে দেয়ার পর ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আমার কাছে আসছেন। তারা বলেছেন ভাই আমাদেও জন্য একটা কিছু করেন। আমি হোসিয়ারী সমিতির প্রেসিডেন্ট বিধায় তারা আমার স্বরনাপন্ন হয়েছেন। তারা আমাকে বলেছেন ভাই আপনি একটু এমপি সাহেবের কাছে বলে আমাদের জন্য কিছু একটা করেন।