ব্যানারে লিখা ছিলো “ঐতিহানিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া” আয়োজনে গোগনগর ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগন। কিন্তু অনুষ্ঠানে ৭ই মার্চের তাৎপর্য বা সে নিয়ে তেমন কোন আলোচনা না করা হলেও আসন্ন ইউপি নির্বাচনে গোগনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ জসিমউদ্দিনের পক্ষে উঠোন বৈঠক বলা চলে। মঙ্গলবার ( ৯ মার্চ ) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৭ মার্চের আলোচনার নামে চলে জসিমউদ্দিনের এ নির্বাচনী উঠোন বৈঠক নামে প্রচারনা।
যদিও ব্যানারে আয়োজকের নাম গোগনগর ইউপির সকল মেম্বারগন লিখা হলেও মাত্র ৪ জন মেম্বার উপস্থিত থাকলে উপস্থিত ছিলেন না সংরক্ষিত মহিলা মেম্বারসহ আরো ৮ জন মেম্বার।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ইউপি মেম্বার দেলোয়ার হোসেন। তার বক্তব্যে ঐতিহাসিক ৭ মার্চ সর্ম্পকে কোন টু-শব্দও ছিলোনা ছিলো শুধু এমপির গুনগান আর জসিমউদ্দিনকে পাশ করানো সর্ম্পকে বিষদ আলোচনা। একে একে সকল বক্তার বক্তব্য শেষ হলেও উচ্চারিত হয়নি ব্যানারে লেখার সাথে অনুষ্ঠানের কোন সারমর্ম।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইউপি মেম্বার ও জাপা নেতা মো.সুকুম,প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থীী আলহাজ জসিমউদ্দিন। আরো উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.আজহারুল ইসলাম,ইউপি মেম্বার সৈকত হোসেন বেপারী,তোফাজ্জল হোসেন কাবিলসহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যানার ও অনুষ্ঠানের গোজামিল না পেয়ে অনুষ্ঠান শেষে অনেককেই বিভিন্ন প্রকার মন্তব্য করতে দেখা যায়। অনুষ্ঠানের আশপাশে থাকা কয়েকজন মেম্বার বলেন,আমরা মেম্বাররা এ অনুষ্ঠানের আয়োজন করলাম কবে কখন তাও জানিনা। অথচ ব্যানারে আমাদের ইউপির মেম্বারগন লিখা। এটা স্থানীয়দের সাথে এক ধরনের প্রতারনার শামিল।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মেম্বার জানান, ৭ই মার্চ উপলক্ষে আমাদের ইউপি থেকে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। কিন্তু বঙ্গবন্ধু স্কুলের অভ্যন্তরে পরিষদের মেম্বারগনের নাম ব্যবহার করে চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিনের নির্বাচনী উঠোন বৈঠকের নামে প্রচারনা এটা কিন্তু অনেকটাই প্রতারনার মতই।