হকারদের নারায়ণগঞ্জ শহরে অগ্নিসংযোগ,সরকারি কাজে বাধা, সড়ক অবরোধ,পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগের ঘটনায় গ্রেফতার হকার নেতা আসাদ সহ ৩ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার (১৪ মার্চ)সকালে পুলিশ ৩জন আসামীর ৭ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালতে তুললে রিমান্ড শুনানি শেষে আসামীদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম (৪০), কালু গাজী (৪০) ও মানিক দেওয়ান (৩১)।
উল্লেখ্য যে, গত ৯ মার্চ পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা, অস্ত্র লুটের চেষ্টা, সরকারি কাজে বাধা, সড়ক অবরোধ,সড়কে অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে পুলিশের মামলায় গ্রেফতার করা হয় হকার নেতা আসাদুল ইসলামসহ তিনজনকে। এই ঘটনায় সদর মডেল থানা পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের চেষ্টা, সরকারি কাজে বাধা, সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে ২৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আসাদুল ইসলাম (৪০), কালু গাজী (৪০) ও মানিক দেওয়ানকে (৩১) গ্রেফতার দেখানো হয়। ১০ মার্চ (বুধবার) সকালে সদর মডেল থানায় মামলা দায়েরের পর সাত দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয় তিন আসামিকে। আদালত রিমান্ড শুনানির জন্য ১৪ মার্চ (রোববার) তারিখ ধার্য করেন।