নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা শাহী মহল্লা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সংগীত গেয়ে আলোচনা করেন বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ও তার পরিবারে জন্য দোয়া করা দোয়া করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য, কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬- নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদার, আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য নুরুল হক কন্টাকটার, পাগলা স্কুলের শিক্ষক আদালত, মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।