নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ শাখা কতৃক আয়োজিত দিনভর নানান কর্মসুচীর মধ্যে দিয়ে এই বাংলার অভিসংবাদিত নেতা মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা দোয়া মাহফিল আলোচনা সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১ টায় কিশোরগঞ্জ কাজী নজরুল ইসলাম গ্রন্থাগার প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মইনুল আরেফিন সপুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা মোঃ জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা মোঃ মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র রায়, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মোঃ আবু তাহের, যুগ্ন আহবায়ক মোঃ রউফুল আলম, সাংবাদিক মোঃ আব্দুল গাফফার রাজু প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান জেভী। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জীবনী সবাইকে জানতে হবে, পড়তে হবে। বঙ্গবন্ধু ও শহীদ রাসেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরো বলেন, উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। হয়তো এ কারণেই গোটা বিশ্বের নেতা এখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।