গোগনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এস এম মোসলেহ উদ্দিন বলেছেন, যদি গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিল্পপতি ফজর আলী নৌকা প্রতিক পায় তাহলে গোগনগরে আর ভোট হবেনা। কারন হিসেবে তিনি বলেন,বিগত নির্বাচনে জসিমউদ্দিন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে সেখানে ডাব্বা মেরেছেন। ফজর আলীর প্রয়াত ভাই নওশেদ সে সময়ে নির্বাচিত হয়েছিলেন। আমরা শামীম ওসমানের সাথে কথা বলেছি তিনি বলেছেন ফজর আলীই নৌকা প্রতিক পাবেন।
বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের এরুপ বক্তব্যে উপস্থিত অনেকেই বিরুপ প্রতিক্রিয়া করে বলেন,নৌকা দেয়ার মালিক শেখ হাসিনা। শামীম ওসমানও যে এমপি হয়েছে সেখানে তাকে নৌকা দিয়েছিলো স্বয়ং কেন্দ্র অথ্যাৎ শেখ হাসিনা। যেখানে সংগঠনের মুল পরিচালক প্রধানমন্ত্রী নিজে সেখানে সভা-সমাবেশে এভাবে নৌকা প্রতিক যাকে-তাকে দিয়ে দিচ্ছেন স্থানীয় কিছু নেতা যা আওয়ামীলীগের কারোর কাছে কাম্য নয় বলে জানান অনেকে।