বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং আসন্ন ইউপি নির্বাচনে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.ফজর আলী বলেছেন,যাকে-তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন না। যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করবেন। আমার বড়ভাই প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলী বিগত সময়ে দুইবার নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটের মাধ্যমে। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমার প্রয়াত ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। শুক্রবার ( ১৯ মার্চ ) বাদ আসর গোগনগরের মসিনাবন্দ উত্তর ১নং ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান গোগনগর ইউনিয়নে লালসবুজ সামাজিক সংগঠন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের সভাপতি মোহাইমিনুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাজির উদ্দিন আহমেদ,মোহামদউল্লাহ আল মামুন,মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকি,এসএম মোসলেহউদ্দিন,মো.নুরুল ইসলাম কলম,আবদুল মোতালিব,মনির হোমেন,সালাউদ্দিন তপু,মোসলেহউদ্দিন জীবন, মোতালিব মেম্বার,রফিকুল ইসলাম মেম্বার,মরিয়ম রহমান লিপি,বাবুল চৌধুরী আমির হোসেন প্রমুখ।
ফজর আলী আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। এখন আমি চাই আপনাদের পাশে থেকে আপনাদের সেবা এবং ইউনিয়নের উন্নয়ন করতে। আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন তাহলে কৃতজ্ঞ থাকবো।
অনুষ্ঠান শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।