অবিভক্ত বাংলার এম এল এ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য একুশে পদক প্রাপ্ত খান সাহেব ওসমান আলীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৯ মার্চ)সকাল ১১টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন খান সাহেব ওসমান আলীর নাতী নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান।
তিনি বলেন, প্রতিবছর এই দিনটি বিভিন্ন ভাবে পালন করা হয়। তবে বর্তমান করোনা ভাইরাসের মহামারির কারনে এইবার একটু ভিন্নভাবে পালন করা হচ্ছে খান সাহেব ওসমান আলী সাহেবের মৃত্যুবার্ষিকীটি। তিনি ছিলেন অবিভক্ত বাংলার একজন প্রতিষ্ঠিত এম এল এ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য।এবং আমার দাদা।
তিনি আরো বলেন,একজন এতিমের দোয়া আল্লাহ সবার আগে কবুল করেন।আপনেরা নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য দোয়া করবেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা শত বার্ষিকী যাচ্ছে। আপনেরা তার জন্য দোয়া করবেন। করোনার মহামারি থেকে বাঁচার জন্য দোয়া করবেন।আপনেরা আমার পরিবারের জন্য দোয়া করবেন।সারা নারায়ণগঞ্জবাসীর জন্য দোয়া করবেন।
এসময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে।দোয়া মাহফিল শেষে ৮টি মাদ্রাসার চেক বিতরণ করেন সেলিম ওসমান।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু,সাবেক নাসিক কাউন্সিলর ও মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না,কাউন্সিল শওকত হাসান শকু,এড.স্বপন ভূইয়া,সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোঃ সানোয়ার হোসেন জুয়েল প্রমূখ।