জাতীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন,আর যদি মসজিদ – মাদ্রাসা ভেংঙ্গে ফেলা হয় বিশ্বের ৭শ কোটি মানুষ এক হলেও আমি একাই লড়বো। নারায়নগঞ্জের ইমাম মাওলানাদের তীব্র সমালোচনা করে বলেন,ভারতের আদালতে আয়াত বাতিলে মামলা হয়েছে।আমি এসে শুনলাম এক মাওলানা বলেছেন হাত,পা কেটে দিবেন। আল্লাহ নিজে কোরআন হেফাজত করবেন। হাত পা কাটার দরকার কি। নারায়ণগঞ্জে মসজিদ মাদ্রাসা ভেংঙ্গে ফেলা হয় অথচ ইমাম মাওলানারা নীরব। সুশীল সমাজ আছে যারা ধর্ম কর্ম মানেনা। আমরা ইসলামের কথা বললে তারা হেফাজত বানায়। আকাশে বাতাসে যত প্রানী আছে সবাই মৃত্যু বরন করবে। আমি ভয় পাই। মৃত্যু কালে যেন হাসি মুখে মরন হয় কারন আল্লাহর কাছে চলে যাবো। আমরা নবী করিম সাঃ এর উম্মত।
আলীরটেক ইউনিয়ন ওলামা পরিষদ আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শনিবার (২০ মার্চ) রাত ৯ টায় ডিগ্রীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলীরটেক ইউনিয়ন ওলামা পরিষদ আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফজর আলী, আলহাজ্ব মোঃ জসিমউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন ,হেফাজত নেতা মাওলানা ফেরদাউস, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার,প্রচার সম্পাদক মোঃ শহীদুল্লাহ্, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম বিপ্লব, শাহীন রাজু মেম্বার,মোঃ হানিফ,বক্তাবলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, যুবলীগ নেতা এসবি শাহীন সরকার,ফতুল্লা থানা যুবলীগের নেতা আনোয়ার হোসেন, মোঃ বরকত উল্লাহ প্রমুখ।
শামীম ওসমান তার একঘন্টার দীর্ঘ বক্তব্যে আরো বলেন,বাগে জান্নাত মসজিদের পর্চায় লেখা আছে মসজিদ মাদ্রাসার কাজে জমি ব্যবহার হবে। সেখানে মসজিদ মাদ্রাসা ও হয়েছে। মেয়র আইভীর নাম উল্লেখ না করে বলেন এক মহিলা সেটি ভেঙ্গে দিয়ে,মার্কেট বাজার পার্ক করতে চান। সেগুলো থেকে টাকা পাবেন। তিনি যদি মসজিদ মাদ্রাসা ভেংঙ্গে দিতে চান আমি দেখে নিব। আমি আর চুপ করে থাকবোনা। ৭শ,কোটি মানুষ আসুন বা না আসুক আমি আসবো। প্রধানমন্ত্রী ৫৭০ টি মডেল মসজিদ করছেন।যেখানে মডেল মসজিদ বানানো হচ্ছে তার পাশে ৫৪৮ বছরের একটি মসজিদ আছে। সেটির পাশে গণপূর্ত মন্ত্রণালয়ের টেন্ডার হয়নাই।ওয়াকফ ও রেলওয়ের জমি নিয়ে কোর্ট কাগজপত্র দেখে ইনজাংশন জারি করলো। আসলে উনি মার্কেট বানাতে চান।
শামীম ওসমান আরো বলেন,আমি নারায়নগঞ্জের নিষিদ্ধ পল্লী উচ্ছেদ করে ছিলাম। যেখানে মা বোনের ইজ্জত বিক্রি হতো। থানা প্রতিদিন ৪৫ লাখ টাকা পেতো। কি পরিমাণ টাকার লেনদেন হতো।এটা উঠানোর পর আমার বিরুদ্ধে লাগলো। ৭১ সালে কয়েক দল মুক্তিযোদ্ধা ছিল। একদল প্রকৃত,একদল ভূয়া,একদল লুটেরা। যুব সমাজের উদ্দেশ্য বলেন আল্লাহ রাসুলের পরে মা বাবা,যাদের মা বাবা আছে তাদের সেবা করো নইলে পস্তাইবা।তাদের হা পা টিপে দিবে।তুমি দেখছো পা আসলে এটা জান্নাত।
মেয়র আইভীর তীব্র সমালোচনা করে বলেন কোন হিন্দু মসজিদে গিয়ে ভোট চাইবেনা। মন্দিরে গিয়ে কপালে সিঁদুর লাগিয়ে ভোট চায় এটা শিরক না। আল্লাহর ঘর মসজিদে হাত দিলে পরিনাম ভাল হবেনা বলে হুশিয়ার উচ্চারন করেন। আব্দুর সালাম ও মোঃ হানিফ নামে দু ব্যক্তি আলীরটেক ইউনিয়নের নির্বাচন চাইলে তিনি বলেন,ইনশাআল্লাহ আলীরটেকে নির্বাচন হবে- তবে মারামারি করবেননা। ভাল মানুষ তৈরি করলে ভাল ফল পাবেন। কাটা গাছ লাগালে কাটার খোঁচা খাবেন। জাকির ও মতির নাম উল্লেখ না করে বলেন যদি দুই জনের ছেলে মেয়ে থাকতো বিয়ে দিয়ে দিতাম। তারা বিয়াই হয়ে যেতো।