মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে চুলার আগুনে ৩টি ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী জানায়।
জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চিলা গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর পাকের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বারেক মোল্লার দুইটি বসতঘর, রান্না ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
আমতলী ফায়ান সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ তামিম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে পাকের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।