মাইনুল ইসলাম রাজু:- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক নেতৃত্ব ওবামা শান্তি পুরস্কার ২০২১ পেয়েছেন বাংলাদেশের এমএ মুনঈম সাগর। মুনঈম সাগর বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামোপাড়া গ্রামের বাসিন্দা শাহ মোঃ হুমায়ুন সগির ও শিক্ষিকা মোসাঃ মনিরা বেগম দম্পতির সন্তান।
ওবামা ফাউন্ডেশনের উদ্যোগে গত ৭ এপ্রিল রাত ৯ টা (শিকাগো সময়) এবং ৮ এপ্রিল সকাল ৮ টায় (বাংলাদেশ সময়) নোবেল শান্তি পুরুস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন বিজয়ীদের কাছে। বাংলাদেশের এমএ মুনঈম সাগরসহ সারাবিশ্বের মোট ৭ জন সেরা চেঞ্জমেকারদের মাঝে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
এসময় বারাক ওবামা বিজয়ী ৭ জনকে ‘ওবামা লিডার’ উপাধিতে ভূষিত করেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অসাধারণ কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বসেরা গায়ক এড শিরান। ই-মেইলের মাধ্যমে বিজয়ীদের সনদপত্র ও পুরুস্কার হস্তান্তর করা হয়।
এই প্রথম কোনো বাংলাদেশী হিসেবে এমএ মুনঈম সাগর বিশ্বের এ মর্যাদাপূর্ণ পদক পাওয়ায় খবরে নিজ জন্মভূমি তালতলীসহ সমগ্র বরগুনা জেলায় বইছে আনন্দের বন্যা। ছোটবেলা থেকেই মুনঈমের শিশু অধিকার বাস্তবায়নের প্রতি ছিল অদম্য ইচ্ছা। এরই ধারাবাহিকতায় মুনঈম শিশু অধিকার নিয়ে কাজ করে এ মর্যাদাপূর্ণ পদক পেলেন।
উল্লেখ্য এমএ মুনঈম সাগর ২০২০ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি বিভিন্ন সময়ে মোট ৪ টি আন্তর্জাতিক ও ১৭ টি জাতীয় পদক পেয়েছেন।