উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- সোনারগাঁ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ওরফে বদলী মান্নান কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন। শনিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে পৌরসভার নোয়াইল, রাইজদিয়া, আদমপুর বাজার, উদ্ধবগঞ্জ বাজারসহ কয়েকটি স্পটে গণসংযোগ করেন। এসময় কয়েক হাজার নেতকর্মী গণসংযোগে যোগ দেন। এতে রাস্তার যানবাহন বন্ধ হয়ে যায়। ধানের শীর্ষের শ্লোগানে মূখরিত হয়ে উঠে পৌরসভার পথপ্রান্তর।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশিদ মিঠু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব মিয়া, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ সহ কয়েক হাজার নেতাকর্মী।
গনসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান ওরফে বদলী মান্নান বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত সবার জন্য সমান সুযোগ তৈরী করেনি। সারা দেশে বিএনপির প্রার্থীরা হামলার শিকার হচ্ছে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছেনা। যত বাধাই আসুক আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপিকে জনগন ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী করে এই দু:শাসনের জবাব দেবে।