কুয়েতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক এব অনলাইন সংবাদ মাধ্যমের কুয়েত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েত।
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ আনন্দ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি সকলের দোয়া ও সর্মথন প্রত্যাশী। সংগঠক ও তরুণ সংবাদকর্মী সেলিম হাওলাদার বিজয়ী হলে প্রবাসীদের কল্যাণে ও প্রবাসী সংবাদকর্মীদের অধিকার আদায়ে কাজ করা প্রত্যায় ব্যক্ত করে।
দীর্ঘ প্রতীক্ষার শেষে গণতান্ত্রিক ভাবে কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠনকল্পে ১৬ জুলাই সংগঠনের বিভিন্ন পদের প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংগঠনের গঠনতেন্ত্রর নিয়ম অনুযায়ী যাচাই বাছাই শেষে নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে।সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে এবং আ.হ জুবেদ এর সঞ্চালনায় শুক্রবার এক সভায় সংগঠনের সকল সদস্য ঐক্যমত পোষণ করেন।




















