কুতুবপুরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাতের চমকে ব্যাপক সাড়া

শেয়ার করুন...

মননশীল ও ভিন্নধারার চিন্তা-চেতনার জন্য বেশ পরিচিতি আছে সাবেক ছাত্রলীগ নেতা ও কুতবপুর ইউনিয়ন বৃহত্তর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাতের। গড্ডালিকা প্রবাহের বাহিরে সৃষ্টিশীল, নবধারার কিছু করার প্রতি তাঁর অদম্য আগ্রহ প্রশংসা কাড়ে বরাবরই। গৎবাঁধা আয়োজন ছাড়াই যে ভালো কিছু করা সম্ভব, তার প্রমাণই যেন আরেকবার দিলেন তিনি।

 

১৫ আগস্ট, ইতিহাসের কলঙ্কিত একটি দিন। দিনটি এ দেশের মানুষের জন্য সীমাহীন শোক ও বেদনারও। ১৯৭৫ সালে আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেন বিপথগামী কিছু সেনা সদস্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করছে। জাতির জনককে হত্যার ৪৬ তম বার্ষিকীতে তাঁর স্মরণে ৪৬টি বৃক্ষরোপন করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত।

 

রোববার সকালে তক্কার মাঠ নূর মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের বিপুলসংখ্যক এলাকাবাসী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিততে ওই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা্য দোয়া করা হয় ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের নেক হায়াত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকাজের সফলতাও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত বলেন, ‘ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ অনেককে নৃশংসভাবে হত্যা করা হয়। বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচারপ্রক্রিয়া বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়।

 

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে। তবে এখনো কয়েকজন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করছে সরকার।

 

রাহাত আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ওরা যেকোনো মূল্যে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। ইসলাম গেল, ইসলাম বলে ওরা বাংলাদেশকে ধবংস করতে চায়। অথচ বাংলাদেশ যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে সবাই বলবে একটি মুসলিম দেশ মাথা তুলে দাঁড়িয়েছে। তাই সকল ধরণের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের মধ্যে শত্রুপক্ষ ঢুকেছে। মুসলমান, হিন্দু, খ্রীষ্টান,বৌদ্ধ সবাই আমার ভাই। তাই আমাদেরও সচেতন থাকতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের দলের মধ্যেই কুচক্রী মহল ঢুকে গেছে। আমাদের মাঝে সেই পরাজিত শক্তি, জামায়াত-শিবিরের শত্রুরা বিভিন্ন অপকর্ম-অপপ্রচার করছে।

 

বক্তব্যে তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু হচ্ছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বহিঃবিশ্বের অনেকেই এটিকে ভালো চোখে দেখছে না। তাই আমাদের আরো সাবধান হতে হবে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের স্মরণে আজকের এই কর্মসূচী। আমরা চাই আগামী প্রজন্ম সবুজের মাঝে বেড়ে উঠুক।

 

আমি আশা করবো, জাতির পিতাকে স্মরণ করে সারাদেশের আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী বৃক্ষরোপনে মনোযোগী হবেন। এতে করে আগামী প্রজন্মও বনায়নে উৎসাহী হবে। সেইসাথে এই প্রজন্মের ছেলেমেয়েদের অবশ্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

 

এরপর সকলের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচএম ইসহাক, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিএম কামরুজ্জামান বাবুল, জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল হক শিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মোঃ মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোঃ মন্টু, বীর মুক্তিযোদ্ধা ফাইজুল হক, শ্রমিক নেতা আরিফ হোসেন, সালাম সরকারসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। স্থানীয় জনসাধারণ এমন প্রশংসনীয় উদ্যোগকে সমর্থন জানিয়ে একে ‘অনুসরনীয়’ বলে উল্লেখ করেন।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে দুঃস্থ ও অসহায়দের মধ্যে রান্না করা খাবার নিজ হাতে বিতরণ করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত। এসময় তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এরকম অনুসরনীয় উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখতে চান তিনি।

 

সরেজমিনে দেখা যায়, ব্যাতিক্রমি আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি, বৃক্ষরোপণে আগ্রহ যেন অনুষ্ঠানের মানকে আকাশচুম্বি জনপ্রিয়তার দিকে নিয়ে গেছে । ফতুল্লা থানা আওয়ামী লীগ এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ গ্রুপিং রাজনীতি কোন রকম বাধা হয়ে দাঁড়ায়নি।

 

রফিকুল ইসলাম রাহাতকে পলাশ বলয়ের নেতা হিসেবে গণ্য করলেও শামীম ওসমান বলয়ের নেতৃবৃন্দ উপস্থিত ফতুল্লার রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করলো। শ্রমিক লীগের পলাশ বলয়ের নেতৃবৃন্দ যেমন এস এম হুমায়ুন কবির, আরিফুল ইসলাম, এডভোকেট হুমায়ুন কবির সহ ডজন খানেক নেতার উপস্থিতির পাশাপাশি শামীম ওসমান বলয়ের ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসহাক ও ফরিদ উদ্দিন লিটন, থানা কমিটির সদস্য মোবারক হোসেন, বাদশা, আঃ হক,ডাঃ রফিকুল ইসলাম, নাজমুল হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বি এম কামরুজ্জামান আবুল সহ অজস্র নেতাকর্মীর উপস্থিত প্রমাণ করলো সাবেক তুখোড় ছাত্রনেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির একজন দক্ষ সাংগঠনিক নেতা।

সর্বশেষ সংবাদ



» নারায়ণগঞ্জ-৫ আসনে রাজনীতির মাঠে আলো ছড়াচ্ছেন সাদরিল

» আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

» ফতুল্লায় পুলিশের সামনেই হামলার শিকার হন সাংবাদিক রাতুল

» ফতুল্লায় মাদকের চুনোপুঁটি নিয়ে টানাটানি রাঘব বোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে

» ফতুল্লার ধর্মগঞ্জে চাদাঁ না দেওয়ায় প্রাননাশের হুমকী!

» বকশীগঞ্জে  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

» সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

» সোনারগাঁয়ে স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন,পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

» জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

» আমতলীতে নূরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবপুরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাতের চমকে ব্যাপক সাড়া

শেয়ার করুন...

মননশীল ও ভিন্নধারার চিন্তা-চেতনার জন্য বেশ পরিচিতি আছে সাবেক ছাত্রলীগ নেতা ও কুতবপুর ইউনিয়ন বৃহত্তর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাতের। গড্ডালিকা প্রবাহের বাহিরে সৃষ্টিশীল, নবধারার কিছু করার প্রতি তাঁর অদম্য আগ্রহ প্রশংসা কাড়ে বরাবরই। গৎবাঁধা আয়োজন ছাড়াই যে ভালো কিছু করা সম্ভব, তার প্রমাণই যেন আরেকবার দিলেন তিনি।

 

১৫ আগস্ট, ইতিহাসের কলঙ্কিত একটি দিন। দিনটি এ দেশের মানুষের জন্য সীমাহীন শোক ও বেদনারও। ১৯৭৫ সালে আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেন বিপথগামী কিছু সেনা সদস্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করছে। জাতির জনককে হত্যার ৪৬ তম বার্ষিকীতে তাঁর স্মরণে ৪৬টি বৃক্ষরোপন করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত।

 

রোববার সকালে তক্কার মাঠ নূর মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের বিপুলসংখ্যক এলাকাবাসী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিততে ওই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা্য দোয়া করা হয় ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের নেক হায়াত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকাজের সফলতাও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত বলেন, ‘ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদসহ অনেককে নৃশংসভাবে হত্যা করা হয়। বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচারপ্রক্রিয়া বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়।

 

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে। তবে এখনো কয়েকজন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের চেষ্টা করছে সরকার।

 

রাহাত আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ওরা যেকোনো মূল্যে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। ইসলাম গেল, ইসলাম বলে ওরা বাংলাদেশকে ধবংস করতে চায়। অথচ বাংলাদেশ যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে সবাই বলবে একটি মুসলিম দেশ মাথা তুলে দাঁড়িয়েছে। তাই সকল ধরণের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের মধ্যে শত্রুপক্ষ ঢুকেছে। মুসলমান, হিন্দু, খ্রীষ্টান,বৌদ্ধ সবাই আমার ভাই। তাই আমাদেরও সচেতন থাকতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের দলের মধ্যেই কুচক্রী মহল ঢুকে গেছে। আমাদের মাঝে সেই পরাজিত শক্তি, জামায়াত-শিবিরের শত্রুরা বিভিন্ন অপকর্ম-অপপ্রচার করছে।

 

বক্তব্যে তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু হচ্ছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বহিঃবিশ্বের অনেকেই এটিকে ভালো চোখে দেখছে না। তাই আমাদের আরো সাবধান হতে হবে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের স্মরণে আজকের এই কর্মসূচী। আমরা চাই আগামী প্রজন্ম সবুজের মাঝে বেড়ে উঠুক।

 

আমি আশা করবো, জাতির পিতাকে স্মরণ করে সারাদেশের আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী বৃক্ষরোপনে মনোযোগী হবেন। এতে করে আগামী প্রজন্মও বনায়নে উৎসাহী হবে। সেইসাথে এই প্রজন্মের ছেলেমেয়েদের অবশ্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

 

এরপর সকলের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচএম ইসহাক, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিএম কামরুজ্জামান বাবুল, জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল হক শিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মোঃ মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোঃ মন্টু, বীর মুক্তিযোদ্ধা ফাইজুল হক, শ্রমিক নেতা আরিফ হোসেন, সালাম সরকারসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। স্থানীয় জনসাধারণ এমন প্রশংসনীয় উদ্যোগকে সমর্থন জানিয়ে একে ‘অনুসরনীয়’ বলে উল্লেখ করেন।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে দুঃস্থ ও অসহায়দের মধ্যে রান্না করা খাবার নিজ হাতে বিতরণ করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত। এসময় তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এরকম অনুসরনীয় উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখতে চান তিনি।

 

সরেজমিনে দেখা যায়, ব্যাতিক্রমি আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি, বৃক্ষরোপণে আগ্রহ যেন অনুষ্ঠানের মানকে আকাশচুম্বি জনপ্রিয়তার দিকে নিয়ে গেছে । ফতুল্লা থানা আওয়ামী লীগ এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ গ্রুপিং রাজনীতি কোন রকম বাধা হয়ে দাঁড়ায়নি।

 

রফিকুল ইসলাম রাহাতকে পলাশ বলয়ের নেতা হিসেবে গণ্য করলেও শামীম ওসমান বলয়ের নেতৃবৃন্দ উপস্থিত ফতুল্লার রাজনীতিতে নতুন উদাহরণ সৃষ্টি করলো। শ্রমিক লীগের পলাশ বলয়ের নেতৃবৃন্দ যেমন এস এম হুমায়ুন কবির, আরিফুল ইসলাম, এডভোকেট হুমায়ুন কবির সহ ডজন খানেক নেতার উপস্থিতির পাশাপাশি শামীম ওসমান বলয়ের ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসহাক ও ফরিদ উদ্দিন লিটন, থানা কমিটির সদস্য মোবারক হোসেন, বাদশা, আঃ হক,ডাঃ রফিকুল ইসলাম, নাজমুল হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বি এম কামরুজ্জামান আবুল সহ অজস্র নেতাকর্মীর উপস্থিত প্রমাণ করলো সাবেক তুখোড় ছাত্রনেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির একজন দক্ষ সাংগঠনিক নেতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD