দেশব্যাপী চলছে ২য় ধাপের ইউপি নির্বাচনের পরিবেশ। নারায়ণগঞ্জের ১৬টি ইউপিতেও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। প্রার্থীরা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারনা। নির্বাচনে প্রার্থীরা তাদের ইউপি বা ওয়ার্ডে সাধারন ভোটারদের বিভিন্ন আশার বানী শোনাচ্ছেন তাদের আগামীর দিন চলাতে। এলাকা থেকে মাদক নির্মুল,ইভটিজিং রোধ, কিশোরগ্যাং প্রতিরোধ ভুমিদস্যুতাসহ আরো কতই না কি। মুখে ও পোষ্টাওে বিভিন্ন প্রকার নীতির কথা বললে বাস্তবে উল্টো চিত্র পাওয়া গেলো নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো.রোকনউদ্দিনের মাঝে। নয়মাটি ভাবির বাজার এলাকায় রোকনউদ্দিন তার যে নির্বাচনী ক্যাম্পটি তৈরী করেছেন তার ভেতরে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও রোকনউদ্দিনের ছবি সম্বলিত ব্যানারটি সকলের দৃষ্টি আকর্ষন করছে। দক্ষিন নয়ামাটি এলাকার মৃত. নুর হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জীবন ওরফে কালু জীবন হচ্ছেন উক্ত ক্যাম্পের অন্যতম একজন সক্রিয় কর্মী। প্রায় ২ বছর আগে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.মিজানুর রহমান -২ এর কাছে বর্তমান মেম্বার রোকনউদ্দিন স্থানীয় পঞ্চায়েতের সহায়তায় ২০০ পিস ইয়াবাসহ জীবন ওরফে কালু জীবনকে অপর সঙ্গীসহ পুলিশে সোপর্দ করেছিলেন।
চলছে নির্বাচনী প্রচারনায় সেই মাদক ব্যবসায়ী জীন ওরেফে কালু জীবন যখন মেম্বার প্রার্থী রোকনউদ্দিনের সাথেই ব্যানার তৈরী করে ক্যাম্পের মাধ্যমে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন তা স্থানীয় ভোটারদের মাঝে শুরু হয়েছে নানা প্রকার জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন বর্তমানে মাদকের অন্যতম একটি আখড়া হচ্ছেন কুতুবপুর ইউপির অধিকাংশ এলাকা। যেখানে মাদকের কড়াল গ্রাসে অসহায় অভিভাবক সমাজ আর ধ্বংসের মুখে যুব সমাজ। সেখানে একজন মাদক বিক্রেতা যখন মেম্বারের ক্যাম্পে তার ছবিসহ ব্যানার তৈরী করে প্রচার-প্রচারনায় অংশ নিচ্ছে সেখানে আমাদের মত সাধারন মানুষের কিছুই বলার থাকেনা। তবে এলাকা থেকে মাদক নির্মুল তো দুরের কথা আগামীতে মাদকের প্রসারতা বাড়বে আরো ব্যাপক হারে।
এ বিষয়ে কুতুবপুরের ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. রোকনউদ্দিনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এমপি শামীম ওসমান,কুতুবপুরের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এমনটি আওয়ামীলীগ নেতা শাহ নিজামের সাথেও অনেকেই ছবি তুলে তারা কিভাবে বুঝবে কে ভালো কে মাদক ব্যবসায়ী। আমার বেলায় তাও হতে পারে। আপনি নিউজ করেন তবে নিউজ করলে কিছুই হবেনা।