নিজ এলাকায় অপরাধ দমনে তৎপরতা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। কিন্তু বিগত পাঁচ বছর সেই দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইমদাদুল হক খোকার বিরুদ্ধে। তিনি এবারও ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তার দায়িত্ব অবহেলার কারণে ২নং ওয়ার্ডে বেড়েছে মাদক ব্যবসা।
অভিযোগে রয়েছে, খোকা মেম্বারের শেল্টারে থেকেই ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমজমাট মাদক ব্যবসা চলছে। এমনকি তিনি খোদ একজন মাদক সেবী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, ইমদাদুল হক খোকা মাদক দ্রব্য বিয়ার পান করছেন। একজন জনপ্রতিনিধি হয়েও মাদক নির্মূলের পরিবর্তে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয়ার খোকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, গতবার ‘সিম্প্যাথি’ ভোট দেয়া হয়েছিল খোকাকে। কিন্তু নির্বাচিত হওয়ার পর এলাকায় অপরাধমূলক কর্মকা- বেড়ে যায়। সবচেয়ে বেশি বেড়েছে মাদক ব্যবসা। শান্তিনগরে নিয়তিম খোকার নেতৃত্বে মাদকের আড্ডা বসানো হয়। তাই আগামী নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় স্থানীয়রা। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোকার একটি অডিও ফাঁস হয়েছিল। অডিওতে খোকা বলছেন, যারা আমাকে ভোট দিবে তারাই শুধু ভোট কেন্দ্রে যাবে। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, সম্প্রতি ২নং ওয়ার্ডে শান্তিনগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার কথা বলে বিভিন্ন বাড়ির মালিকের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। তাই আগামী নির্বাচনে মাদক মুক্ত সমাজ গড়তে পরিবর্তন চাইছেন কাশীপুরের ২নং ওয়ার্ডবাসী। যা আগামী ১১ নভেম্বর নির্বাচনের মধ্যদিয়ে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।